ধূমকেতু প্রতিবেদক : চাঁদপুরের হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার শনিবার (২২ জুলাই) দিন ব্যাপী চাঁদপুর মুশফিকুর এন্ড মশিউর রহমান হাসপাতালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ডেঙ্গু জ্বরের উপর আলোচনা করেন রাজশাহীর সরকার হোমিও ফার্মেসির বিশিষ্ট হোমিওপ্যাথি ডাঃ আলতাফ হোসেন।
বর্তমান প্রেক্ষাপটে হোমিওপ্যাথি শিক্ষার গুরুত্বের বিষয়ে আলোচনা করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রেজিস্টার কাম সচিব ড. জাহাঙ্গীর আলম।
ক্যান্সার রোগে কারণ ও প্রতিকারের বিষয়ে আলোচনা করেন উত্তরা হোমিওপ্যাথি মেডিকেল ও হাসপাতালের অধ্যক্ষ ডা. এম.এ কাদের। আর্সেনিক এর উপর আলোচনা করেন সরুপকাঠি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. এম. জাহাঙ্গীর। শিশু রোগের উপর আলোচনা করেন চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. মানিক সরকার।
এছাড়াও জরায়ু ও ব্রেষ্ট টিউমার কারণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করেন, তানজিম হোমিওপ্যাথি মেডিকেল ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আশরাফুর রহমান। ব্লাড ক্যান্সারের উপর আলোচনা করেন, ঢাকার বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডা. লুৎফুর রহমান। ঢাকা ম্যাক্স ফেয়ার এন্ড কোম্পানী লিমিটেড এর ডেপুটি মার্কেটিং ম্যানেজার ডা. শামসুজ্জোহা আলম।
চর্ম ও যৌন রোগ বিষয়ে আলোকপাত করেন মুন্সিরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও বিজ্ঞান সেমিনার বাস্তবায়ন কমিটির সদস্য ডা. আবুল কাশেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুশফিক ও মশিউর রহমান হাসপাতালের পরিচালক অধ্যক্ষ ডা. আব্দুল মজিদ। অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেন।