ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শিমলাপার্ক এলাকার নূর মসজিদ ও শ্রীরামপুরের এমদাদুল উলুম মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও ওই এলাকার একটি মুদি দোকানেও চুরি হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরি হয়েছে।
চুরির ঘটনা নিয়ে মসজিদ কমিটি থানায় অভিযোগও দিয়েছে। এর আগে ওই মসজিদে দুটি ফ্যান, মাইকের এমপ্লিফায়ার ছাড়াও বেশ কয়েকবার দানবাক্স ভেঙে চুরি হয়েছে।
মুদি দোকানদার স্বপন জানান, দোকান ভেঙে নগদ অর্থ দোকানে থাকা বিস্কুট, চকলেট, পানি ও গ্যাস লাইটসহ প্রায় ৩০০০ টাকার মালামাল চুরি হয়েছে। এছাড়াও দোকানে নগদ টাকা ছিল সেটাও নিয়ে গেছে।
নূর মসজিদের কোষাধাক্ষ্য শরিফুল ইসলাম তোতা বলেন, এই মসজিদ থেকে ফ্যান এবং এমপ্লিফায়ার চুরি হয়েছিল। এবারও দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে।
তিনি বলেন, শুধু এই মসজিদে নয় মহানগরীর বিভিন্ন মসজিদে এই ধরনের চুরি বর্তমানে বেড়ে গেছে।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নূর মসজিদ কমিটির পক্ষে সভাপতি চুরির অভিযোগপত্র জমা দিয়েছেন। যারা চুরির সাথে জড়িত তাদের শনাক্ত করে আটকের চেষ্টা করছি।