ধূমকেতু প্রতিবেদক : বেসরকারী উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর আয়োজনে ‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ স্লোগানে তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে লফস এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় যার ধারাবাহিকতায় ক্যাম্পেইন এর অংশ হিসেবে বিভিন্ন সরকারী/বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, তামাক বিক্রয়কৃত দোকানসহ বিভিন্ন দাপ্তরিক কার্যালয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিউট (এনআইএলজি) কর্তৃক ‘আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি’ স্লোগান সম্বলিত ২০২৪ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের তামাক নিয়ন্ত্রনের মনিটরিং কমিটির ফোকাল পার্সন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ. এ.এম আঞ্জুমান আরা বেগম এর হাতে ক্যালেন্ডার প্রদানের মাধ্যমে ক্যাম্পেইন কার্যক্রম শুরু করা হয়।
ক্যালেন্ডার বিতরণ ও ক্যাম্পেইন এ অংশগ্রহণ করেন, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট টুম্পা পাল, রাকিবুল ইসলাম।