IMG-LOGO

শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২ভারতে লোকসভার ভোট শুরু আজরাণীনগর-আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সভাবাগমারায় স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া‘বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি’গোদাগাড়ীতে হত্যা মামলার প্রধান আসামী আ.লীগ নেতাসহ আটক ২বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার ভোটগ্রহণ শুরু২ দিনের রিমান্ডে কেএনএফের ৫২ সদস্যথাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাভোজ্যতেলের নতুন দাম নিয়ে সিদ্ধান্তইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭নন্দীগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনশপথ নিলেন অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেঅভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাস

৫৯০ – দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন।

৭০৬ – বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন।

১৭৬৪ – স্প্যানিশ লুসিয়ানায় (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৯৮ – রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৮৩৫ – আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়।

১৮৬২ – আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে জেনারেল উলিসেস এস গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন।

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন ঘটে। জাপানের আক্রমণে ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এসময় প্রায় ৮০ হাজার ভারতীয়, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান সেনা যুদ্ধবন্দি হয়।

১৯৮৯ – সোভিয়েত-আফগান যুদ্ধের পর আফগানিস্তান থেকে সব সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে।

জন্ম

১৫৬৪ – গ্যালিলিও গ্যালিলি, ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী।

১৭১০ – পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা।

১৭৫৯ – ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।

১৮২০ – সুসান বি. অ্যান্থনি, মার্কিন সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার আন্দোলন ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী।

১৮২৫ – কার্টার হ্যারিসন সিনিয়র, মার্কিন রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র।

১৮৬১ – আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক।

১৮৭৪ – আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী।

১৯১৬ – শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল শিল্পী। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্ম নেন তিনি। এ পর্যন্ত তিনি প্রায় পাঁচ শতাধিক গান লিখেছেন এবং সুর করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনূদিত হয়। কয়েক বছর আগেও এসব গান শুধু ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল। তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী এ গানগুলো নতুন করে গেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে আবদুল করিম দেশব্যাপী পরিচিতি লাভ করেন। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, প্রেম-ভালোবাসার কথার পাশাপাশি তার গান কথা বলে অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরূদ্ধে। ২০০১ সালে একুশে পদক লাভ করেন তিনি।

১৯২১ – রাধা কৃষ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।

১৯৩৫ – সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, নারীবাদী তাত্ত্বিক।

১৯৪০ – হামজা হাজ, ইন্দোনেশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার নবম উপরাষ্ট্রপতি।

মৃত্যু

৭০৬ – লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট।

৭০৬ – তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট।

১১৪৫ – দ্বিতীয় লুসিয়াস, পোপ।

১৮৪২ – আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী।

১৮৬৯ – মির্জা গালিব, ভারতীয় কবি।

১৯৪৮ – সুভদ্রা কুমারি চৌহান, ভারতীয় কবি।

১৯৫৯ – ওয়েন উইলান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী।

১৯৮৮ – রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৯৯ – হেনরি ওয়ে কেন্ডাল, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

২০০২ – হাওয়ার্ড‌কে স্মিথ, মার্কিন সাংবাদিক ও অভিনেতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news