IMG-LOGO

মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় বিদ্যুতের আগুনে ভূষ্মিভূত ৮ বসতবাড়িগোদাগাড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতীক বরাদ্দরাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানারাণীনগরে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণবাংলাদেশ-কাতারের মধ্যে ১০ চুক্তি ও সমঝোতা স্মারক সইইইউ’র নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরানের পররাষ্ট্রমন্ত্রীনন্দীগ্রামে বিনামূল্যে সার-বীজ বিতরণআজ কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকআজ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারেঢাকায় দুদিনের সফরে কাতারের আমির শেখ তামিমইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগগোমস্তাপুরে ৪ জনের মনোনয়ন প্রত্যাহারযুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয়ের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনারকারখানায় ট্রেড ইউনিয়ন করা যাবেকক্সবাজারে গুলিতে প্রাণ গেল বাবা-ছেলের
Home >> জানা-অজানা >> টপ নিউজ >> আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

আজকের দিনে ঘটে যাওয়া নানা ঘটনা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজ রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

১৪৩৭ – স্কটিশ নগরী ব্যর্থ হয়।

১২৫৮ – মোঙ্গল সেনাপতি হালাকু খাঁর হাতে বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ পরিবার ও অমাত্যবর্গসহ নিহত হন।

১৫০৩ – পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কান্নানো বন্দর থেকে আফ্রিকায় মোজাম্বিকের উদ্দেশে যাত্রা করেন।

১৮০৯ – সায়াগোসার যুদ্ধে ফরাসিদের কাছে স্পেনীয়রা পরাজিত হয়।

১৮১১ – অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।

১৮৩৫ – কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম ক্লাস শুরু হয়।

১৮৬৮ – বাংলা সাপ্তাহিক হিসেবে অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯০৬ – উত্তর নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু হয়।

১৯৬২ – প্রথম মার্কিন নভোচারী জন এইচ গ্লেন জুনিয়র এর কক্ষ পথে অবতরণ করেন।

১৯৬৭ – ইন্দোনেশিয়ায় জে. সুহার্তোর কাছে প্রেসিডেন্ট সুকর্নের সকল নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় মরিশাস।

১৯৭৫ – এক প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে বলা হয়, আওয়ামী লীগের সকল সংসদ সদস্য বাকশালের সদস্য হিসেবে বিবেচিত হবে।

১৯৭৭ – বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন করে।

১৯৮৪ – রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে সিলেটে দাফন সম্পন্ন করা হয়।

১৯৮৭ – অরুণাচল প্রদেশ ও মিজোরাম ভারতের পূর্ণরাজ্য হিসাবে গঠিত হয়।

১৯৯১ – যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হতে স্লোভেনিয়ার পার্লামেন্ট সদস্যদের ভোটে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীয় হয়।

১৯৯৯ – ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বাস সার্ভিসে করে পাকিস্তান সফর করেন।

জন্ম

১৭৫৯ – জার্মান চিকিৎসক যোহান খৃস্টান রেইল জন্মগ্রহণ করেন।

১৭৯৪ – আইরিশ লেখক উইলিয়াম কারলেতন জন্মগ্রহণ করেন।

১৮৮৮ – ফরাসি ঔপন্যাসিক ঝর্ঝ বের্নানোস জন্মগ্রহণ করেন।

১৯৩৭ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ রবার্ট হুবার জন্মগ্রহণ করেন।

১৯৫১ – গর্ডন ব্রাউন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

১৯৭৮ – জার্মান অভিনেত্রী জুলিয়া জেন্টশ জন্মগ্রহণ করেন।

১৯৮৬ – নুসরাত ইমরোজ তিশা, বাংলাদেশের অভিনেত্রী।

১৯৮৯ – আমেরিকান অভিনেতা জ্যাক ফালাহে জন্মগ্রহণ করেন ।

মৃত্যু

১৪৩৭ – স্কটল্যান্ডের রাজা প্রথম জেমস নিহত হন।

১৭০৭ – সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন।

১৯০৭ – নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ হেনরি মিশান, মৃত্যুবরণ করেন।

১৯১৬ – নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ক্লাস পন্টুস আরনল্ডসন মৃত্যুবরণ করেন।

১৯২৮ – বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ ফয়েজ আহমেদ মৃত্যুবরণ করেন।

১৯৪৯ – স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সদস্য অবিভক্ত স্বাধীন বাংলা তথা ‘সার্বভৌম বাংলাদেশ’ গঠনের অন্যতম প্রবক্তা ও লেখক কিরণশঙ্কর রায়।

১৯৫০ – শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।

১৯৬৮ – ইংরেজ পরিচালক এন্থনি আসকুইথ, মৃত্যুবরণ করেন।

১৯৭১ – ভারতের স্বাধীনতা আন্দোলনের নিরলস কর্মী ও ফরোয়ার্ড ব্লক নেতা হেমন্তকুমার বসু

১৯৭২ – নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক মারিয়া গ্যোপের্ট-মায়ার মৃত্যুবরণ করেন।

১৯৭৬ – নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক রেনে কাসাঁ মৃত্যুবরণ করেন।

১৯৮৬ – বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা ভারতীয় বাঙালি সাহিত্যিক নীহাররঞ্জন গুপ্ত।

১৯৯২ – আমেরিকান অভিনেতা ডিক ইয়র্ক মৃত্যুবরণ করেন ।

২০০৩ – গোলাম মুস্তাফা, বাংলাদেশি অভিনেতা।

২০০৫ – ইংরেজ গণিতবিদ টমাস ওয়িল্লমরে মৃত্যুবরণ করেন ।

২০১২ – ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ।

২০২১ – একু‌শে পদকপ্রাপ্ত প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news