ধূমকেতু নিউজ ডেস্ক : নির্বাচন শেষ হওয়ার সপ্তাহখানেক পর জনগণকে ভোটদানের আহ্বান জানিয়ে সামাজিকমাধ্যমে তামাশার শিকার হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প।
মঙ্গলবার এক টুইটবার্তায় লোকজনকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি এই ব্যাঙ্গবিদ্রূপের শিকার হন। এরিক বলেন, মিনেসোটাবাসী ঘর থেকে বেরিয়ে আসুন এবং ভোট দেন।
কয়েক মিনিটের মধ্যে তিনি ওই পোস্টটি মুছে দিয়েছেন। কিন্তু সামাজিকমাধ্যমে বিষয়টি আর গোপন থাকলো না, বিশেষ যখন তিনি স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে।
মুর্হূতের মধ্যেই ওই টুইটবার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়ে এবং মানুষ তামাশা করতে শুরু করেন তাকে নিয়ে।
নির্বাচনের দিনেও এভাবে টুইট করে লোকজনকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন এরিক ট্রাম্প।
এদিকে নির্বাচনে নিজের পরাজয় স্বীকার না করে ট্রাম্প একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের সদ্য-নির্বাচিত এই প্রেসিডেন্ট বলেছেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামিয়ে রাখতে পারবে না।
ট্রাম্প ইতোমধ্যে টুইট করে বলেছেন, শেষ পর্যন্ত তিনিই জয় পাবেন। বিবিসি বলছে, প্রতি চার বছর পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম যেভাবে নির্বাচনে কে বিজয়ী হতে যাচ্ছেন; তা তুলে ধরে সেভাবে এবারও দেশটির সবগুলো প্রধান টেলিভিশন নেটওয়ার্ক ট্রাম্পের পরাজয়ের বিষয়ে পূর্বাভাস দিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকার করেছেন, এ বিষয়ে তিনি কী ভাবছেন, মঙ্গলবার ডেলওয়ারের উইলমিংটনে একজন সাংবাদিক বাইডেনকে এ প্রশ্ন করেন।
উত্তর বাইডেন বলেন, খোলাখুলি বললে, এটিকে আমি বিব্রতকর বলে মনে করি। এটি প্রেসিডেন্টের উত্তরাধিকারকে সাহায্য করবে না। ২০ জানুয়ারি এসব শেষ হবে।
২০ জানুয়ারি, ২০২১ যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।