ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাকরনকে বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা থেকে তার দেশ নিশ্চিত ফলাফল বের করে আনতে চায়। তিনি আরো বলেছেন, এই আলোচনার মাধ্যমে ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
সোমবার যখন ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের আলোচনা শুরু হয় তখন ম্যাকরনের সঙ্গে টেলিফোনে কথা বলেন রায়িসি। তিনি বলেন, নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অগ্রগতি রোধ করা যায়নি এবং আজ গোটা বিশ্বের কাছে একথা স্পষ্ট যে, কারা পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে এবং কাদেরকে তাদের প্রতিশ্রুতিতে ফিরে আসতে হবে।
ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, এই সমঝোতা নিয়ে বর্তমানে যে অচলাবস্থার কারণে ভিয়েনায় আলোচনা করতে হচ্ছে তার জন্য দায়ী আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো। কাজেই সংলাপ থেকে ফল বের করার জন্য এসব দেশকে এখন ইরানের আস্থা অর্জন করতে হবে।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমেরিকা যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং ইউরোপীয়রা যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে ইরানের পক্ষ থেকে তার প্রতিশ্রতি বাস্তবায়ন নিয়ে পাশ্চাত্যকে কোনো দুশ্চিন্তা না করলেও চলবে। কারণ, ইরান বাস্তবে বহুবার প্রমাণ করেছে দেশটি কখনও আগে প্রতিশ্রুতি লঙ্ঘন করে না। তিনি ইরানের ওপর থেকে যাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় সে লক্ষ্যে অন্য অংশীদারদের সঙ্গে কাজ করার জন্য ম্যাকরনের প্রতি আহ্বান জানান।
টেলিফোনালাপে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়ার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্যারিস মনে করে এই সমঝোতা রক্ষা করার ক্ষেত্রে স্বাক্ষরকারী সবগুলো দেশের সমান দায় রয়েছে।
ইব্রাহিমি রায়িসিকে ম্যাকরন আরও জানান, ভিয়েনা আলোচনা নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন। ভিয়েনা সংলাপ থেকে একটি চূড়ান্ত ফলাফল বেরিয়ে না আসা পর্যন্ত ফ্রান্স এ আলোচনা চালিয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#