ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিনে স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে মেফেয়ার নামে একটি শপিংমলে বন্দুক হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
পুলিশ আসার আগেই পালিয়ে গেছে ওই হামলাকারী। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। খবর ওয়াশিংটন পোস্টের।
ওয়াউওয়াটোসার পুলিশ প্রধান ব্যারি ওয়েবের জানিয়েছেন, বন্দুক হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু তার আগেই মল থেকে পালিয়ে যায় ওই বন্দুকধারী।
পুলিশ জানতে পেরেছে ওই বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ। তার বয়স ২০ থেকে ৩০-এর মধ্যে। তাকে খোঁজার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
ওয়াউওয়াটোসার মেয়র ডেনিস ম্যাকব্রাইড ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি জানিয়েছেন আততায়ীর হামলায় যে ৮ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক এবং ১ জন নাবালক। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দুকধারী ওই যুবক আচমকা গুলি চালালে মলের কর্মী এবং উপস্থিত ব্যক্তিরা ভবনের ভিতরে গিয়ে আশ্রয় নেন।