IMG-LOGO

সোমবার, ২০শে মে ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে ৫ জুয়াড়ি গ্রেপ্তাররুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তহঠাৎ লিফটে আটকে গেলে কি করবেন‘কিরগিজস্তানে বাংলাদেশী কোনো শিক্ষার্থী গুরুতর আহত নেই’কাশ্মীরে সন্ত্রাসী হামলায় সাবেক বিজেপি নেতা নিহত‘বাংলাদেশ ব্যাংকে কি মাফিয়া, ঋণখেলাপিরা ঢুকবে’ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যামিরপুরে পুলিশ-রিকশাচালক ব্যাপক সংঘর্ষ‘দিল্লি পৌঁছেছি, সঙ্গে ভিআইপি আছে’রাণীনগরে লক্ষী নারায়ন মূর্তি উদ্ধারফুলবাড়ীতে সড়কে ধান মাড়াই, বিড়াম্বনায় পথচারিরানন্দীগ্রামে এক রাতে ৩টি গরু চুরিরাজশাহীতে আমচত্বর টাওয়ারের মতবিনিময় সভা ও প্রীতিভোজগাজায় ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলা, নিহত ১২১ভাবনার বেনারসির ঝলক
Home >> বিনোদন >> ‘র‍্যাপাররা বাইরে মূল্যায়ন পেলেও, দেশে পায় না’

‘র‍্যাপাররা বাইরে মূল্যায়ন পেলেও, দেশে পায় না’

rap

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশীয় সংগীত শিল্পে হিপহপ সংস্কৃতির উপস্থিতি এক দশক আগেও তেমন প্রচলিত ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে এ সংস্কৃতির দৃশ্যটি বেশ পরিবর্তিত হয়েছে বটে কিন্তু এতোটাও সমাদৃত হন না। ২০০৯ সালে ‘ অ্যাই মামা অ্যাই’ গানটি দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন আসিফুল ইসলাম সোহান। ডাক নাম সোহান হলেও তার স্টেজ নাম হচ্ছে ব্ল্যাক জাং বা বিজি। গানের প্রতি আকর্ষণ বহু আগে থেকে হলেও র‍্যাপিং নিয়ে তার দারুণ আগ্রহ গেল এক যুগ ধরে। একদিন বাংলা শব্দ নিয়ে বাজানোর সময় তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি মাতৃভাষায় ছড়া লিখতে পারেন। তার পর থেকে তিনি তার এ নৈপুণ্যকে সম্মান করছেন এবং এ ধারাটা বেছে নেন।

বাংলাদেশের র‍্যাপ গান নিয়ে যে দু’-চারজন তরুণ আন্তর্জাতিকভাবে নজর কাড়তে পেরেছেন, তাদের মধ্যে অন্যতম ব্ল্যাক জ্যাং। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘এক্সট্র্যাকশন’-এ ছিল তার গান। ক্রিস হেমসওয়ার্থ অভিনীত এ ছবির ‘নো বাউন্ডারিস’ গানটি গেয়েছিলেন ব্ল্যাক জাং। দর্শকমহলে বেশ সাড়া পায় গানটি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন গান ‘থ্রিলার’। মুক্তির পর এটি থেকে বেশ ভাল সাড়া পাচ্ছেন বলেই জানান তিনি। তিনি বলেন, এই গানটা আসলে তাদের জন্য করা যারা আসলে বাইকার, খুবই ফাস্ট বাইক চালায়। আমাদের কমিউনিটির মধ্যে তরুণরা বেশ রেস্পন্স করছে গানটি নিয়ে। ভিডিওটা একটু আন্তর্জাতিক মানের করে করার চেষ্টা করেছি, যার কারণে ভিডিওটিও দর্শকরা পছন্দ করছেন। অনেক রেডিও স্টেশনে গানটি বাজছে। লন্ডনের বিবিসি নেটওয়ার্কেও গানটি প্রচার করা হচ্ছে। সত্যি বলতে ভালো সাড়া পাচ্ছি। আর বিশেষ করে হিরো বাংলাদেশকে অনেক ধন্যবাদ দিতে চাই কারণ তারা এই কাজটার জন্য অনেক সাপোর্ট করেছেন, প্রমোশন করেছেন।

বাংলাদেশে হিপহপ বা র‍্যাপারদের গ্রহণযোগ্যতা বা মূল্যায়ন কেমন বলে মনে করেন? এমন প্রশ্নে সোহান বলেন, প্রথম দিকে একদমই গ্রহণযোগ্যতা ছিলো না। সবাই বলতো কী করি এসব? অনেকে পাগলামিও বলতো, হাসতো। এখনও কম বেশি অনেকেই হাসে এটা নিয়ে। অথচ দেশের বাইরের র‍্যাপিং নিয়ে অনেকে আবার ব্যাপক প্রশংসা করে। শুধু নিজের দেশের বেলাতেই হাসির খোঁড়াক হতে হয়! তবে আগের তুলনায় গত ৩/৪ বছর ধরে এটার গ্রহণযোগ্যতা অনেকটা বেড়েছে।

তিনি আরও বলেন, এখন অনেকেই সেটা পছন্দ করে। কিন্তু র‍্যাপাররা প্রপার সাপোর্টটা এখনও পায় না। কোম্পানি, লেবেল কোম্পানি, এজেন্সি কিংবা ব্র্যান্ড থেকে যদি সাপোর্ট পাওয়া যেতো তাহলে আমরা আরও অনেক ভাল কিছু করতে পারতাম। আমাদের পেছনে অনেকে ইনভেস্ট করতে চান না। যদিও বাংলাদেশে নতুন কিছু একটা প্রতিষ্ঠিত হতে একটু সময় নেয়।

মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের বাইরে র‍্যাপারদেরকে অন্যভাবে মূল্যায়ন করা হয় যেটা আমাদের দেশে ওভাবে হয় না। দেশের বাইরে এটার ব্যাপক গ্রহণযোগ্যতা আছে যার কারণে তারা সেটাকে আলাদাভাবেই দেখে। আমাদের দেশে সেটা এখনও ওভাবে গড়ে উঠেনি। হয়তো সময় লাগবে।

তিনি আরও বলেন, হিপ হপ আমার জীবনের গতিপথ বদলে দিয়েছে। এখন যারা নতুন নতুন হিপহপ করছে তারা দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে। আমি যদি বলি, পাশের দেশ ভারতের মুম্বাই থেকেও অনেক প্রশংসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। বাঙালি ছাড়াও অনেকেই পছন্দ করছেন, বিশেষ করে প্রবাসীরা। দেশের বাইরে আমাদের কমিউনিটিটা একটু একটু করে বাড়তেছে। স্রকম করে আমাদের দেশে যদি সেইরকম সাপোর্টটা পাই তাহলে আমাদের জন্য বেশি ভাল হতো।

কয়েক বছর ধরেই সোহান দেশ-বিদেশের বিভিন্ন শোতে অংশ নেন। এমনকি তিনি একটি নামী রেডিও চ্যানেলের জন্য একটি অনুষ্ঠানও হোস্ট করেছিলেন, যা হিপহপ সম্প্রদায়ের মধ্যে প্রচুর জনপ্রিয় ছিল। ২০১৫ সালে, মার্কিন পররাষ্ট্র দফতর একটি সাংস্কৃতিক বিনিময় সফরের আয়োজন করেছিল, যেখানে ছয়টি বিভিন্ন দেশের শিল্পীদের আমন্ত্রিত করা হয়েছিল। বিজেড এই অনুষ্ঠানের সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিল। পরে ২০১৭ সালে, তিনি যুক্তরাজ্যে আমন্ত্রণের ভিত্তিতে একটি উত্সবে অংশ নিয়েছিলেন। সম্প্রতি, তিনি ঘরোয়া রিয়েলিটি শোতে বিচারপতিদের একজন এবং দু’জনের সাথে আরও একজনের দায়িত্ব পালন করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news