ধূমকেতু নিউজ ডেস্ক : আর্থিক দুর্নীতিসহ নানা অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনের অপসারণের দাবি জানিয়েছেন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা।
রোববার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের কাছে লিখিত সাত পৃষ্ঠার অভিযোগপত্রসহ বেশকিছু তথ্যাদি জমা দিয়েছেন তারা। এছাড়া তার প্রতি তিরস্কার ও ঘৃণা প্রকাশ করে চারুকলা অনুষদ চত্বরে তার কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীরা।
৯ম-১০ম শ্রেণির নতুন কারিকুলাম ও সিলেবাস নিয়ে যা জানা গেল
এসময় শিক্ষার্থীরা ড. সুজন সেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারী, অযোগ্য, প্রতারক ও দুর্নীতিবাজের অভিযোগ করেন। বিভাগে শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচরণ, শহীদ জিয়াউর রহমান হলে প্রাধ্যক্ষের দায়িত্ব পালনকালে এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ করেন তারা। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বশরীরে সাধারণ শিক্ষার্থীদের বিপরীতে অবস্থান নেন বলে জানান তারা।
অপসারণ না হওয়া পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কোনো একাডেমিক কার্যক্রমে সহযোগী অধ্যাপক ড. সুজন সেন যাতে অংশ না নিতে পারেন সে বিষয়ে আজ দুপুর ১টায় বিভাগের সভাপতির কাছে দাবি জানান শিক্ষার্থীরা। আর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে বসবেন না বলেও জানান তারা। পরে দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব বরাবর অভিযোগপত্র জমা দেন শিক্ষার্থীরা।
এর আগে পৌনে ১টায় শিক্ষার্থীরা চারুকলা চত্বরে ড. সুজন সেনের প্রতি তিরস্কার ও ঘৃণা প্রকাশ করে তার কুশপুত্তলিকা দাহ করে।
লিখিত অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, তিনি শ্রেণিকক্ষে ন্যূনতম শিক্ষাদানে অক্ষমতার পরিচয় দিয়েছেন। কিছু না শিখিয়ে জোরপূর্বক আচরণের মাধ্যমে কোর্সের কাজ আদায় করে মনগড়া মার্কিং করেন তিনি। বিভাগের অন্য শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক থাকলে অথবা নিজের মতাদর্শের বাহিরের কোনো শিক্ষার্থী থাকলে তাকে ইচ্ছাকৃত কম মার্ক দেন, তিনি নিজের ইচ্ছা মতো বিভিন্ন বর্ষের পরীক্ষা নেয়ার চেষ্টা করতেন। অনেক সময় কোর্স শেষ না করেই পরীক্ষা দিতে বাধ্য করতেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন চরম অমানবিক। শিক্ষার্থীদের স্বজন মারা যাওয়ার বিষয়গুলোকে অগ্রাহ্য করতেন।
শিক্ষা সফরে গিয়ে এক শিক্ষার্থীর সাথে অশিক্ষকসূলভ আচরণ করেন তিনি।
বিভাগের পাশাপাশি শহীদ জিয়াউর রহমান হলে প্রাধ্যক্ষের দায়িত্ব পালনের সময়কালে ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এসব অভিযোগের ব্যাপারে জানতে সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
এ বিষয়ে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, এখন পর্যন্ত অভিযোগপত্র আমি হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew