ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : ভরা বর্ষার মৌসুমেও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জেও নেই কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা। মাঝে মধ্যে আকাশে মেঘ দেখা গেলেও হচ্ছে না কাঙ্ক্ষিত বৃষ্টি। মাঝে মাঝে একটু বৃষ্টি হলেও সে পানি কাজে আসছে না কৃষকদের।
ফলে বাধ্য হয়ে বিদ্যুৎ চালিত মটর ও শ্যালোমেশিন দ্বারা সেচ দিয়ে চলতি আমন ধানের চাষাবাদ করছেন কৃষকেরা।
বিগত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সেচ দিয়ে আমন ধানের চাষাবাদের দৃশ্য দেখা গেছে। ১০ থেকে ১৫ দিন পর পর একটু বৃষ্টি হলেও বেশ কিছুদিন ধরেই চলছে প্রচন্ড তাপদাহ।
ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকরা আজ দিশেহারা। যেখানে বর্ষার পানি দিয়ে আমন চাষাবাদ করার কথা থাকলেও ভরা বর্ষার মৌসুমেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না পেয়ে বাধ্য হয়েই বিদ্যুৎ চালিত মোটর ও শ্যালোমেশিন দিয়ে চলতি মৌসুমে আমন চাষাবাদ করছেন উপজেলার কৃষকেরা।