ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় প্রাথমিক শিক্ষা বিভাগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা/২২ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য ঘাটনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসারকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও মশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে।
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) নির্বাচক কমিটির সদস্যদের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
এছাড়াও যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তারা হলেন- আমদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগম শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, সরিয়ালার আব্দুছ ছালাম শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, নিতপুরের উম্মে ছালমা শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা, মোল্লাপাড়ার রবিউল বাসার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি, মোবারক হোসেন প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সম্পাদক মওদুদ আহম্মেদ শ্রেষ্ঠ বিদ্যেৎসাহী ও সমাজকর্মী, চকনারায়ন সপ্রাবি’র প্রশি মাহফিজুর রহমান শ্রেষ্ঠ কাব শিক্ষক, আব্দুর রহমান শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার, মাযহারুল ইসলাম শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার, জাকির হোসেন শ্রেষ্ঠ ইউএনও (ভারপ্রাপ্ত) ও অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।