ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের ইছামতি নদীর হাটপাঙ্গাসী ব্রিজ এলাকায় কচুরি পানায় ভরপুর হয়ে গেছে। এতে করে জেলে পরিবার গুলো হতাশায় ভুগছে। মাছ রক্ষায় কচুরি পানা অপসারণ ও নদী খননের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, নদী দু’পাড়ের ২০ থেকে ৩০ টি পরিবারের জেলেরা নদী থেকে সারা বছর মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এই নদীর মাছই জেলে পরিবারগুলোর একমাত্র সম্বল। চলতি বর্ষা মৌসুমে উপজেলার কালিঞ্জা ব্রিজ থেকে হাটপাঙ্গাসী ব্রিজ হয়ে সদর উপজেলার গারদহ ব্রিজ পর্যন্ত বড় বড় কচুরিতে ভরে গেছে।
উপজেলার হাটপাঙ্গাসী গ্রামের ইউপি সদস্য সামসুল আলোম খোকন বলেন, সারা বছর এই নদী থেকে মাছ সংগ্রহ করলেও কচুরিপানার কারণে মাছ সংগ্রহ করতে পারছে না জেলে পরিবার গুলো।
নদী পারের জেলেদের সাথে কথা হলে তারা জানান, নদী থেকে কচুরিপানা অপসারণ করা খুবই দরকার। এতে প্রয়োজন প্রচুর অর্থ, যা জেলেদের পক্ষে মোটেও সম্ভব নয়।
এমতাবস্থায় ইছামতি নদীর কচুরিপানা অপসারণ ও নদী খনন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন অত্র এলাকাবাসী।