ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যাস্ত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা। এ বছর প্রতিকুলতা সত্বেও এবার উপজেলায় আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও উপজেলার কৃষিকর্মকর্তারা।
উপজেলার মিরের দেউলমূড়া ছয়আনী গ্রামের কৃষক নুরনবী সরকার জানান, তারা প্রতি বছর ধান মৌসুমে শ্রমিক দিয়ে ধান কাটান। নিজের জমিতে নিজেই ধান কাটার পাশাপাশি শ্রমিকদেরও দেখা-ভাল করছেন।
কৃষক নুরনবী আরও জানালেন, এবার শেষ মূহরতে এসে ঘুর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে আমন ধান গাছ মাটিতে শুয়ে পড়ায় বেশ চিন্তিত ছিলাম। অবশেষে আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি। ফলনও হয়েছে খুব ভাল। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তারা আশা করছেন এবার আমনের উৎপাদন লক্ষমাত্রাও ছাড়িয়ে যাবে।
উপজেলা কৃষকদের সাথে কথা বলে আরও জানা যায়, আগামী দু’এক সপ্তাহের মধ্যেই পুরোদমে শুরু হবে এবারের আমন ধান কাটা, মাড়াই ও ঝেড়ে ঘরে তোলার কাজ। গতবারের মতো এবারও আমন দানে ভাল মূল্য পাবেন বলে আশা করছেন উপজেলার কৃষকেরা।