ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাছগুলো মানুষের জীবন ও স্টোররুমসহ কয়েকটি ভবনের জন্য হুমকী হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন আগের ঝড়ে একটি গাছ উপড়ে পড়ে স্টোর রুমের উপর পরে থাকায় ভবনটির ক্ষয় ক্ষতিসহ যে কোনো সময় পড়ে গিয়ে তা মানব জীবনের ব্যাপক ক্ষতির আশংকা করছেন কর্তৃপক্ষ। গাছের চাপে ওই বিল্ডিং ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। টেন্ডার জটিলার কারণে গাছগুলো কাটতেও পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ।
এছাড়াও কিছু গাছ বৈদ্যুতিক লাইনের সাথে লেগে থাকায় ঝড়-বৃষ্টির সময় তা ভেঙে বিদ্যুতের তার ছিড়েও ক্ষতির আশংকা করছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। হাসপাতালে সেবা নিতে আসা রোগীসহ ভবনগুলো সুরক্ষার স্বার্থে অতিসত্বর ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের জোর দাবী জানান নির্বাচিত সাদামনের মানুষ গেছোমামা শামসুদ্দীন মন্ডল।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, বিষয়টি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দীন তরফতার সেলিম, উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানকে অবগত করা হয়েছে। টেন্ডার জটিলতার কারনে ওই গাছগুলো অপসারণ করতে দেরি হচ্ছে। তবে অচিরেই গাছগুলো না সরালো কয়েকটি ভবনসহ সাধারণ রোগিদের ক্ষয়-ক্ষতি হতে পারে। তাই তিনি গাছগুলো দ্রæত অপসারণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।