ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ পরিদর্শন করেছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ পরিদর্শন করেন। পরে তিনি কলেজের শিক্ষকদের নিয়ে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত। তিনি বলেন, রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজটি গত ১৫ বছর ধরে নানা বৈষম্যের শিকার। বিগত ১৫ বছর এ কলেজে অবকাঠামো উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। কলেজটিতে রয়েছে শিক্ষক, কর্মচারি সংকট। শিক্ষার গুনগত মানের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আমাদের কলেজের শিক্ষকরা সবাই আন্তরিক। যার কারণে এ কলেজের শিক্ষার মান ধরে রাখা সম্ভব হয়েছে। সমস্যাগুলো সমাধান হলে কলেজের শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এসময় অন্যান্য শিক্ষকরাও কলেজের বিভিন্ন বিষয়গুলো শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলামের কাছে তুলে ধরেন।
শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম অধ্যক্ষ ও শিক্ষকদের বক্তব্য শুনে তা পুরণের আশ্বাস দেন। একই সাথে এই কলেজে যাবতীয় সমস্যা সমাধান ও অবকাঠামো উন্নয়নে যা যা প্রয়োজন তা করা হবে বলেও জানান। এরআগে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাত ও শিক্ষকরা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মাদার বখশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের সহকারি অধ্যাপক আক্তার জাহান, শিক্ষক প্রতিনিধি সোনিয়া রহমান, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সহকারি অধ্যাপক এসএম খায়রুল কবির, খন্দকার রোজিনা রউফসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারিবৃন্দ।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew