ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : “শহীদ জিয়ার রাজনীতি স্বনির্ভরতার রাজনীতি,মানুষকে চুষে খাওয়ার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়” শহীদ জিয়ার রাজনীতি হচ্ছে গার্মেন্টস দিয়ে দুটো হালাল রোজগার করার রাজনীতি,মজুতদারের রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়,মানুষকে চুষে খাওয়ার রাজনীতি শহীদ জিয়ার রাজনীতি নয়। তিনি মওলানা ভাষানীর ১৯৭৬সালের ভারত অভিমূখী লংমার্চের কথা গুলো বলেন, রাজনীতিতো শোষনের বিরুদ্ধে অন্যায়,জুলুম,অত্যাচারের বিরুদ্ধে, সংগ্রাম করবার নামই হলো রাজনীতি, সাধারণ মানুষের ও মানুষের কল্যানে পাশে দাঁড়ানোর নামই হচ্ছে রাজনীতি ,রাজনীতি চাঁদাবাজির জন্য না,বড়লোক হবার জন্য নয়। ঘুষখোর দালাল,মক্ষিরাণী,কাঠালরাণী,বেগুনের বেগুনি নয় মিষ্টি কুমড়ার বেগুনি বানানো ঐ মহিলা। বাংলাদেশকে যে শোষণ করেছে,তার নিজের দল আওয়ামীলীগকে ধংস করেছে,তার বাপ কিন্তু ৭৫এ মরেনি এইবার তার বাপকে খুন করেছে। এই খুনি হাসিনা গনতন্ত্রকে খুন করেছে,ব্যাংক লুট করেছে, ব্যাংক লোন করেছে,অর্থ লুট করেছে,ধর্ম লুট করেছে, মানুষের স্বাধীনতা লুট করেছে বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নওগাঁর বদলগাছীতে বিএনপি ঘোষিত ৩১দফার আলোচনা ও স¤প্রতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার ১৪ই ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় কোলা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্যে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু বলেন, বিগত নির্বাচনে যে সকল লোক আওয়ামীলীগের হয়ে নির্বাচন করেছে তাদের নিয়ে সূধী সমাবেশ করছে জনি। ২০১৮সালের নির্বাচনের পর থেকে কোন নেতাকর্মীদের খোঁজ নেয়নি এই জনি। নেতাকর্মীদের মামলার ব্যপারে কোন খোঁজ-খবরও নেননি এই জনি সিদ্দিকী। কিন্তু সেই সব দুঃসময়ে বিএনপির সকল অঙ্গসংগঠনের পাশে ছিলেন এই ফজলে হুদা বাবুল ভাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিম,সাইদুর রহমান কেটু,সাইদুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক বেনজির আহাম্মেদ,প্রচার সম্পাদক আবু রায়হান গিটার,ক্রীড়া সম্পাদক ইউনুছার রহমান।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মেজবাউল হক রাজা, সাইদুর রহমান পিন্টু, কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম, সদস্য রবিউল হাসান,ছাত্রদলের সদস্য সচিব সুমন হোসেন সহ উপজেলা বিএনপি অংগসংগঠনের নেতা কর্মীরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew