ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সহ বিভিন্ন মাঠ এখন সরিষা ফুলে ভরে গেছে। যেদিকে তাকানো যায় শুধু সবুজের ফাঁকে হলুদের সমাহার। পথিকের নজর কাড়তে ফুলের সৌন্দর্য বাড়িয়েছে মৌমাছির দল। কখনো কখনো সরিষার মাঠে বসছে পোকা খেকো বিভিন্ন পাখির দল। আবার অনেকেই ফটোশেসনে প্রতিযোগিতায় নামছে। এমনকি কেউ কেউ আবার সেলফিও তুলছেন।
উপজেলার গঙ্গারামপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, অল্প করে হলেও আমি প্রতি বছর কম-বেশি সরিষার আবাদ করে থাকি। গত বছরের ন্যায় এ বছরেও সরিষার আবাদ করেছি। গাছে গাছে প্রচুর পরিমানে ফুল ধরেছে। আশা করছি গত বছরের মতো এবারও ভাল ফলন হবে।
উপজেলার চকনুর গ্রামের আরেক কৃষক বলেন, আমি আমার কয়েকট ধানের জমিতেই সরিষার আবাদ করেছি।
তিনি আরও বলেন, বোরো আবাদে যে টাকা খরচ হয়, তা সরিষা বিক্রির টাকা দিয়ে মেটানো সম্ভব হয় বলে আমণ ধান ঘরে তোলার সঙ্গে সঙ্গে ঐ জমিতে কৃষকেরা সরিষার চাষাবাদ করে থাকেন। এছাড়াও উপজেলা কৃষি বিভাগসহ স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় সরিষার আবাদ করতে উৎসাহিত হচ্ছি আমরা। আবহাওয়া অনূকুলে থাকলে এবার ভাল ফলনের আশা করছেন উপজেলার কৃষকেরা।