ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর আত্রাই এবং রাণীনগর উপজেলায় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে এই দুই উপজেলায় পৃথক পৃথকভাবে দিবসটি পালন করা হয়।
এ উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা এসএম নিজাম উদ্দীন, উপজেলা সবুজ বাংলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রনিকুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে ৯টি শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং এক জন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা স্বারক দেয়া হয়। এছাড়া রাণীনগর উপজেলায় যথাযথভাবে দিবসটি পালন করা হয়।


