ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে নওগাঁর পত্নীতলা উপজেলার ধর্মপ্রাণ মুসলিম জনতা।
শুক্রবার (৮ জুলাই) জুমার নামাজের পর এই বিক্ষোভ পালন করেন তারা।
জুমার নামাজ শেষে নজিপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ গেটের সিঁড়িতে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ও স্থানীয় মুসল্লিরা। সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয় এসময়।
পরে দুপুর ২টা ৩৫ মিনিটে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লীরা। বিক্ষোভ মিছিল থেকে সংসদে সুইডেনের পক্ষে নিন্দা প্রস্তাব আনার দাবি জানানো হয়। মিছিলে কোন প্রকার উস্কানিমূলক বক্তব্য প্রদান না করতেও মুসল্লিদের বারবার সতর্ক করা হয় সেসময়।
বিক্ষোভ মিছিলটি নজিপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লীরা অংশ নেন এই বিক্ষোভ মিছিলে।