ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ মোস্তফিজার রহমান এর দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) দুপর ২টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে বিদায় অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম নবাগত অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক শাফিকুল ইসলাম, এসআই আরিফুজ্জামান, এসআই রেজাউল কমির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ফুলবাড়ী পুলিশিং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি হারুন-উর-রশীদ, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সহ সভাপতি ঈমাম রেজা।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজগার আলী, প্রচার সম্পাদক মোরসালিন, সদস্য আশরাফুল ইসলামসহ ফুলবাড়ী থানার সকল পুলিশ অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম নিয়মিত বদলির অংশ হিসাবে চট্রগ্রামে বদলি হন। তারস্থলে আজ অফিসার ইনচার্জ হিসাবে মোস্তাফিজার রহমান ফুলবাড়ী থানার দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ইতিপূর্বে দিনাজপুর ডিবির ওসি হিসাবে দায়িত্ব পালন করেন। পরে তিনি পার্বতীপুর থানায় তদন্ত ওসি হিসাবে দায়িত্বে ছিলেন।