ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে ৭৭টি বৃক্ষরোপণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রহনপুর স্টেশন আম বাজার ও পিড়াশন এলাকায় রাস্তার পাশে এ গাছগুলো রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক মুন্টু, শফিকুল ইসলাম মুন্না, আওয়ামী লীগ নেতা মাইনুল বিশ্বাস একরামুল হক, আশরাফুল হক চুটু ও গিয়াসউদ্দিন, রহনপুর আম আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন।
আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা আম চাষী ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিকলীগ নেতা রুবেল হোসেন ও ছাত্রলীগ নেতা সোহেল আহমেদসহ অন্যরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে পৌর মেয়রের এ গাছ লাগানোর ঘটনাকে অনেকে স্বাগত জানিয়েছে।