ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৫ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন।
প্রধান অতিথি ছিলেন, এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা।
এসময় বক্তব্য রাখেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, পিআইও হাবিবুর রহমান, সাংবাদিক আতিকুল ইসলাম আজম।
অনুষ্ঠানের শেষে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কতৃক বরাদ্দকৃত অগ্নিকান্ড ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৭২ টি পরিবারকে ১ বান্ডিল করে টিন ও ৩ হাজার করে অর্থ সহায়তা প্রদান করা হয়।