ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কতৃক কটুক্তির প্রতিবাদে কেশরহাটে পৌর যুবলীগের বিক্ষোভ ও পথসভা অনুষ্ঠিত হয়েছ।
বুধবার (২৭ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিলটি কেশরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের বাস স্ট্যান্ডে পথসভা হয়।
কেশরহাট পৌর যুবলীগের আহবায়ক আতিকুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাষ্টার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন প্রমুখসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের প্রধানমন্ত্রীকে কটুক্তি করে অশালীন বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।