ধূমকেতু প্রতিবেদক : “সংগঠনের শক্তি সংহত করি; সংগঠকের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক মূল্যবোধ ও পেশার দারী দক্ষতা জোরদার করি”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে বুধবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় নগরীর শালবাগান পাড়া কমিটিতে সাংগঠনিক পক্ষ ২২ বিষয়ে আলোচনা সভা, সদস্য সংগ্রহ ও নবায়নের কমসূচির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।
সভায় বক্তব্য রাখেন, শালবাগান পাড়া কমিটির সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা লিপি, প্রচার সম্পাদক আফরোজা খানম হেলেন।
সভায় বক্তারা বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবার অঙ্গীকারের পাশাপাশি ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের ভিত্তিতে সংগঠনের আদর্শকে সমুন্নত রাখা, তৃণমূলসহ সকল পর্যায়ে তরুণ নেতৃত্বকে সংগঠনে সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। নারীরা নিত্যদিন বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছে এর প্রতিবাদে নারী আন্দোলনকে আরও সচেতন হতে হবে।
সভায় উপস্থিত ছিলেন, ৫০ জন সদস্য।