ধূমকেতু প্রতিবেদক : নগরীতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার পালিত হয় পবিত্র শবে বরাত। বাদ মাগরিব থেকে বিভিন্ন মসজিদে চলে আলোচনা ও দোয়া মাহফিল। এশার নামাজের পর থেকে ইবাদত-বন্দেগী, জিকির-আসকার, নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, মা-বাবা ও আত্মীয়-স্বজদের কবর জিয়ারত প্রভৃতি নফল ইবাদতের মধ্যে নগরীসহ রাতটি অতিবাহিত করেন।
ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন সামজিক সংগঠনের উদ্যোগে কোরআন তিলাওয়াত, হামদ, নাত, জিকির, মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। রাজশাহীর শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদ ও সাহেব বাজার বড় জামে মসজিদসহ মহানগরীর প্রতিটি এলাকার মসজিদে এশার নামাজের পর থেকে আলোচনা করা হয়।
এদিকে, শবে বরাতের পবিত্রতা ও শান্তি-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রাজশাহী মহানগর পুলিশ সোমবার সন্ধ্যা থেকে আতশ ও পটকাবাজিসহ যাবতীয় বিস্ফোরকদ্রব্য বহন এবং ফুটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করে। রাতব্যাপী কবর জিয়ারতে সুবিধার জন্য রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে হেতমখাঁ, গৌরহাঙ্গা, সপুরা ও টিকাপাড়াসহ মহানগরীর প্রতিটি কবরস্থানে আলোর বিশেষ ব্যবস্থা করা হয়। নগরীর সকল মসজিদে ফজরের নামাজ শেষে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। মোনাজাতে রাজশাহীসহ গোটা মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।