ধূমকেতু প্রতিবেদক : বহুল প্রত্যাশিত মহানগরীর সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া পর্যন্ত সড়ক প্রশস্ত ও উন্নয়ন কাজ শুরু হয়েছে।
রোববার দুপুরে রাস্তাটির উন্নয়ন কাজ পরির্দশন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এসময় মেয়র মহোদয় উন্নয়ন কাজের সার্বিক খোঁজখবর নেন।
এদিকে, টিকাপাড়া মসজিদ থেকে নর্দানের মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। রাস্তাটির উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এছাড়া তালাইমারি থেকে আলুপট্টি, রিন্টুর খড়ির মোড় হতে বুলুনপুর কোর্ট ঢালান হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটের্ক পার্ক এবং সিটি হাট থেকে বন্ধগেট পর্যন্ত সড়কের বিভিন্ন কাজ পরিদর্শন করেন মেয়র।