ধূমকেতু নিউজ ডেস্ক : এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছে ভারত। এর মাধ্যমে তারা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের জায়গা আরও মজবুত করল। এবার ছিল ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ জয় (প্রথমটি ২০১৬ সালে)। এছাড়া ওয়ানডে ফরম্যাটে ভারত সাতবার চ্যাম্পিয়ন হয়েছে (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৮ ও ২০২৩ সালে)।
শ্রীলঙ্কা ছয়বার (পাঁচবার ওয়ানডে, একবার টি-টোয়েন্টি) আর পাকিস্তান দুইবার (দুটোই ওয়ানডে) শিরোপা জিতেছে।
ফাইনাল ও এশিয়া কাপে উল্লেখযোগ্য পরিসংখ্যান
৯-০: পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে ভারতের টানা নবম জয়। প্রতিপক্ষের বিপক্ষে রান তাড়ায় শতভাগ জয়ের রেকর্ডে এটিই সবচেয়ে বড়।
১২৭: তৃতীয় উইকেট পতনের পর ভারতের প্রয়োজনীয় রান। তিন উইকেট হারানোর পর এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার ঘটনা। সর্বোচ্চ ছিল ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে (১৩৪ রান, ২৬/৩ অবস্থা থেকে ১৬০ রান তাড়ার ঘটনা)।
১১৩: পাকিস্তানের দ্বিতীয় উইকেট পতনের সময় স্কোর। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে-এ এটিই সর্বোচ্চ রান, যেখান থেকে একটি দল ১৫০ রানের নিচে অলআউট হয়েছে। আগের রেকর্ড ছিল ১১২ (কেম্যান আইল্যান্ডস বনাম বারমুডা, ২০২৫)।
৩৩: পাকিস্তানের শেষ আট জুটির সম্মিলিত রান। টি-টোয়েন্টির ইতিহাসে তাদের সর্বনিম্ন। আগের রেকর্ড ছিল ৫৬ (অস্ট্রেলিয়ার বিপক্ষে, হোবার্ট, ২০২৪)।
৫: কুলদীপ যাদবের টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থবারের মতো চার উইকেট। ভারতীয়দের মধ্যে ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। এই ম্যাচে নিজের শেষ ওভারে তিনটি উইকেট পান কুলদীপ। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে কেবল রশিদ খান (৬ বার) এর চেয়ে বেশি করেছেন।
৬৯*: ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তিলক ভার্মার অপরাজিত ইনিংস। টি-টোয়েন্টি এশিয়া কাপ ফাইনালে চার নম্বর বা তার নিচে ব্যাট করা ক্রিকেটারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
৩৬: এশিয়া কাপে কুলদীপ যাদবের মোট উইকেট সংখ্যা (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে), যা সর্বোচ্চ। তিনি লাসিথ মালিঙ্গার ৩৩ উইকেটের রেকর্ড ভেঙেছেন।
৩: সাহিবজাদা ফারহান টি-টোয়েন্টিতে জসপ্রিত বুমরাহকে যে তিনটি ছক্কা মেরেছেন, এটি যেকোনো ব্যাটারের সর্বোচ্চ। এই আসরে বুমরাহর ১১.১ ওভারে পাকিস্তানি ব্যাটাররা চারটি ছক্কা মেরেছে, যা এর আগে সম্ভব হয়নি।