IMG-LOGO

শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গরমে যেসব পানীয় পান করলে স্বাস্থ্য ঝুঁকি বাড়েত্রিশালে বাসের ধাক্কায় ৩ অটোরিকশার যাত্রী নিহতসোমালিয়ায় জিম্মি জাহাজ উদ্ধার নিয়ে যা জানালেন ড. হাছান মাহমুদ‘বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতনের শিকার’একনেকে ১১ প্রকল্প অনুমোদনআজ ঢাবি ভর্তি পরীক্ষার ফলযুক্তরাষ্ট্রে নিজ বাসায় পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহতপোরশায় স্বাভাবিক প্রসব সেবা বিষয়ক কর্মশালাগোমস্তাপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত ১ জনের মৃত্যুরায়গঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটামশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে রাসিকের ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযানমোহনপুরে খেটে খাওয়া মানুষদের মাঝে সাংবাদিকদের ইফতার বিতরণভবানীগঞ্জ বাজারে গ্রীণ সুপার মার্কেটে ইফতার ও দোয়া মাহফিলগোদাগাড়ীতে নির্মাণাধীন ভবনে মিললো তরুণীর লাশরাজশাহী মহিলা কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
Home >> খেলা >> ১৪ রানে ৭ উইকেটের পতন, এ কেমন খেলল হায়দরাবাদ!

১৪ রানে ৭ উইকেটের পতন, এ কেমন খেলল হায়দরাবাদ!

ধূমকেতু নিউজ ডেস্ক : অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ক্রিকেটপ্রেমীদের চমকে দিল কিংস ইলেভেন পাঞ্জাব।

অবিশ্বাস্যভাবে ম্যাচ জয় করে নিল তারা। মাত্র ১২৭ রানের টার্গেট দিয়ে সেই ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে দিল লোকশ রাহুলের দল। পাঞ্জাব বোলারদের তোপে ১৪ রানে ৭ উইকেট হারাল হায়দরাবাদ।

দুবাইয়ে টসে দিতে ব্যাটিংয়ে নেমেফের ব্যর্থ হয় কিংস ইলেভেন পাঞ্জাবের মারমুখী ব্যাটসম্যানরা। ক্রিস গেইল, লোকেশ রাহুলদের নিয়ে গড়া বিগ হিটারের ব্যাটিং লাইনআপ নিয়ে মাত্র ১২৭ রানের টার্গেট দিতে পারে।

সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের কাছে সেভাবে দাঁড়াতেই পারেনি পাঞ্জাবের ব্যাটসম্যানরা।

গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরানদের নিয়ে গড়া দল পুরো ২০ ওভার খেলে করতে পারল ৭ উইকেটে মোটে ১২৬ রান। অর্থাৎ জিততে হলে সানরাইজার্স হায়দরাবাদকে করতে হবে ১২৭।

শনিবার রাতের ম্যাচে শুরুটা বেশ ভালোই করে কিংস ইলেভেন পাঞ্জাব। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৬৬ রান তোলে তারা। এতোগুলো উইকেট হাতে রেখে বাকি ১০ ওভারে মারকুটে ইনিংস খেলে বড় সংগ্রহ দাড় করাবে পাঞ্জাব। এমন আশা করছিল সমর্থকরা। কিন্তু পরবর্তী কয়েক ওভারেই সমর্থকদের মাথায় হাত ওঠে নিশ্চিত। মাত্র ২২ রানের মধ্যে ৪টি উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব।

অধিনায়ক রাহুল ২৭ বলে ২৭ রান করে রশিদ খানের ঘূর্ণিতে বোল্ড হন।গেইলও ২০ বলে ২০ রান করে জেসন হোল্ডারের বলে আউট হন।

১৩ বলে ১২ রানের ছোট্ট ইনিংস খেলে সন্দ্বীপ শর্মার বলে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। সন্দ্বীপ শর্মার দ্বিতীয় শিকারে পরিণত হন মান্দীপ সিং। আউটের আগে তিনি করেন ১৪ বলে ১৭ রান। দীপক হুদারাকে শুন্যরানে ফেরান আফগান স্পিনার রশিদ খান।

৮৮ রানের মধ্যে ৫ উইকেট হারায় পাঞ্জাব। একের পর এক উইকেট যেতে দেখেন নিকোলাস পুরান। পুরান ২৮ বলে শেষ পর্যন্ত ৩২ রানে অপরাজিত থাকলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৬ রান করতে পারে পাঞ্জাব।

জবাবে ১২৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও ১২ রানে হেরে গেছে সানরাইজার্স হায়দরাবাদ।

অথচ ৩ উইকেট হারিয়েই ১০০ রান করে ফেলেছিল হায়দরাবাদ। জয়টা শুধু সময়ের ব্যাপার মাত্র। হায়দরাবাদ শিবিরে রীতিমতো উল্লাসের ধ্বনি শুরু হয়ে গেছে। আর এমন পরিস্থিতিতে ম্যাচ হাতছাড়া হয়ে যায় ডেভিড ওয়ার্নারদের। এরপর ১৪ রান করতে গিয়ে ৭ উইকেট হারায় হায়দরাবাদ।

পাঞ্জাবের বোলারদের অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ১১৪ রানেই অলআউট হয়ে হায়দরাবাদ।

২০ বলে ৩৫ রানের ইনিংস খেলে রবি বিষ্ণোইয়ের বলে আউট হন ওপেনিংয়ে নামা ওয়ার্নারে । যা হায়দরাবাদের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

২০ বলে ১৯ রান করে অশ্বিনের বলে বোল্ড হন জনি বেয়ারস্টো। পরের ওভারে ৫ বলে ৭ রান করে মোহাম্মদ সামির বলে আউট হন আব্দুল সামাদ । ৯ ওভারের পর ৬৬ বলে হায়দরাবাদের দরকার মাত্র ৬০ রান। হাতে ৭ উইকেট।

মনিশ পান্ডে ও বিজয় শঙ্করের জুটি ৩৩ রান যোগ করে জয়ের বন্দরেই নিয়ে যাচ্ছিলেন।

স্কোরবোর্ডে ১০০ রানের মাথায় ১৫ রানে আউট হন মনিশ পান্ডে। তখন ২৩ বলে প্রয়োজন ২৭ রান। ২৬ রান করে আর্শদ্বীপের বলে সাজঘরে ফেরেন বিজয়।

এরপরই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে হায়দরাবাদের ব্যাটসম্যানরা। বিজয় আউট হওয়া পর আর মাত্র ৪ রান করতেই বাকি ৫ উইকেট পড়ে যায় হায়দরাবাদের।

এক বল বাকি থাকতে ১১৪ রানে অলআউট হয়ে যায় হায়দরাবাদ।

এ জয়ে প্লে-অফের আশা আরও জোরদার করল পাঞ্জাব। টানা চার ম্যাচে ৪ জয় নিয়ে পাঞ্জাবের পয়েন্ট ১০। তাদের অবস্থান ৫ নম্বরে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news