IMG-LOGO

শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলে হামলার বিষয়ে যা জানাল ইরানবগুড়া-৪ আসনের সাবেক এমপির শুভেচ্ছা বিনিময়বেলকুচিতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলননওদাপাড়া নিবাসী আনসার আলীর মৃত্যুতে মেয়র লিটনের শোকনির্বাচনের আগের নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁসইরানে ইসরাইলের হামলারাজধানীর ঢাকা শিশু হাসপাতালে আগুনফরিদপুরে মাইক্রোবাস-মাহেন্দ্র সংঘর্ষ, নিহত ২ভারতে লোকসভার ভোট শুরু আজরাণীনগর-আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সভাবাগমারায় স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া‘বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি’গোদাগাড়ীতে হত্যা মামলার প্রধান আসামী আ.লীগ নেতাসহ আটক ২বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার ভোটগ্রহণ শুরু
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ ছাত্রদল

পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ ছাত্রদল

ধূমকেতু নিউজ ডেস্ক : আন্দোলন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থতা, কমিটি গঠনে পদ বাণিজ্য এবং নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ রয়েছে বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে।

বিগত দিনে কয়েকটি আর্থিক লেনদেনের অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছে। এনিয়ে সংগঠনটির ত্যাগী নেতারা দলের হাই-কমান্ডের কাছে লিখিত অভিযোগও করেছেন। এজন্য বেশ কিছু জায়গায় তদন্ত কমিটি গঠন করা হয়। অনিয়ম প্রতিবেদন জমা পড়ায় সেসব কমিটি স্থগিত করা হয়েছে। আবার অনেক প্রতিবেদন আলোর মুখ দেখেনি বলেও নেতা কর্মীদের অভিযোগ। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়েই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দেশের বড় দুটি ছাত্রসংগঠনের একটি জাতীয়তাবাদী ছাত্রদল।

পহেলা জানুয়ারি সংগঠনটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে মেয়াদোত্তীর্ণ ছাত্রদল। এদিন সকালে সকল ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও সাড়ে ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ২টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ছাত্র সমাবেশ এবং পরদিন রোববার ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে ছাত্র সমাবেশ করবে সংগঠনটি। এদিকে ২০১৯ সালে ১৯ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলের মাধ্যমে বর্তমান কমিটি দায়িত্ব পাওয়ার পর ২০১৯ সালের ২০ ডিসেম্বর প্রায় তিন মাস পরে ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। আর বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেলেও নেতৃবৃন্দরা পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেননি।

এবিষয়ে নামপ্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ছাত্রদলের পদপ্রত্যাশী এক নেতা বাংলাদেশ জার্নালকে বলেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও কমিটিকে পূর্ণাঙ্গ করার কোন উদ্যোগ নেয়া হয়নি। এতে অনেক পদপ্রত্যাশী নেতা কর্মী তাদের রাজনৈতিক পরিচয় থেকে বঞ্চিত হচ্ছেন। কমিটি পূর্ণাঙ্গ করার জন্য তারা বিগত দিনে অনশন এবং লিখিত আবেদনসহ বিএনপির সিনিয়র নেতাদের কাছে ধরণা ধরেছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি।

নামপ্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ছাত্রদলের আরেক নেতা বাংলাদেশ জার্নালকে বলেন, গত দুই বছরে বর্তমান নেতৃত্ব পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি তারা আগামীতেও পারবে না। বরং কমিটি পূর্ণাঙ্গ করার অজুহাতে কমিটির মেয়াদ বাড়ানোর কৌশল নিতে চাচ্ছেন তারা। এর ফলে দল ও সংগঠনের ক্ষতি হবে। সংগঠনের ধারাবাহিকতা নষ্ট হবে। নতুন নেতৃত্বের পথ তৈরির পথকে বাধাগ্রস্ত করা হবে। এজন্য তারা নতুন কমিটি গঠনের জন্য ছাত্রদলের অভিভাবক তারেক রহমানের কাছে আবেদন জানিয়েছেন।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বাংলাদেশ জার্নালকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আমরা প্রস্তাবনা তৈরি করেছি। আশা করছি, জানুয়ারি মাসে আমরা পূর্ণাঙ্গ কমিটি দিতে পারবো।

অন্যদিকে সফলতা আর ব্যর্থতার মধ্যেই সংগঠনের বর্তমান নেতৃত্ব মেয়াদ শেষ করেছেন। দায়িত্ব পাওয়ার পর থেকে সারাদেশে থানা পর্যায়ের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এখন ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনের কার্যক্রম চলছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এসব কমিটিও গঠন সম্ভব হবে বলে জানিয়েছেন নেতারা। এজন্য বিভিন্ন জেলাভিত্তিক কেন্দ্রীয় একজন নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু এসব সফলতার মধ্যে ব্যর্থতার পাল্লাটাই ভারী বেশি। আর কমিটির অনেকের বিরুদ্ধেই কমিটি বাণিজ্য, পকেট কমিটি গঠনসহ অনৈতিকতার বিভিন্ন অভিযোগ রয়েছে।

এমনকি কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর মতো গুরুতর অভিযোগও রয়েছে। আর্থিক লেনদেনে অনেকে ফুলে-ফেপে উঠেছেন বলে অভিযোগ নেতাকর্মীদের। মেয়াদ শেষেও কেন্দ্রীয় কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেননি খোকন-শ্যামল কমিটি। এ নিয়ে চাপা ক্ষোভ রয়েছে সংগঠনের নেতাকর্মীদের মাঝে। এসব কারণে দলের হাইকমান্ডও ক্ষুব্ধ। আর কমিটির মেয়াদ শেষ হওয়ায় স্বাভাবিক নিয়মে নতুন কমিটির গুঞ্জনও শুরু হয়েছে বিএনপির অন্দরমহলে। এজন্য দৌড়-ঝাঁপ শুরু করেছেন পদ প্রত্যাশী নেতারা। এ প্রসঙ্গে জানতে চাইলে ইকবাল হোসেন শ্যামল বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। তাই আমাদের সংগ্রাম ও লড়াই অব্যাহত রয়েছে। আর সফলতা ও ব্যর্থতার বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। আমাদের সফলতা ও ব্যর্থতার বিষয়ে দেশের জনগণ এবং শিক্ষার্থীরা বলবেন।

বর্তমান কমিটি পূর্ণাঙ্গ করা হবে না কি নতুন কমিটি গঠন করা হবে-এই প্রশ্নের জবাবে শ্যামল বলেন, নতুন কমিটির বিষয়ে বিএনপির হাই কামান্ড বলতে পারবেন।

নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বাংলাদেশ জার্নালকে বলেন, এবিষয়ে আমি কিছু জানি নেই। কারণ নতুন কমিটি দেয়া হবে কি হবে না তা একমাত্র বিএনপির হাই কামান্ড জানেন। আর উনি যে সিদ্ধান্ত দেবেন আমরা তাই মেনে নেবো।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল গঠন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news