IMG-LOGO

শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগর-আত্রাইয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সভাবাগমারায় স্কুলের সভাপতি ও সহকারী প্রধান শিক্ষক এলাকাছাড়া‘বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি’গোদাগাড়ীতে হত্যা মামলার প্রধান আসামী আ.লীগ নেতাসহ আটক ২বদলগাছীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার ভোটগ্রহণ শুরু২ দিনের রিমান্ডে কেএনএফের ৫২ সদস্যথাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাভোজ্যতেলের নতুন দাম নিয়ে সিদ্ধান্তইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭নন্দীগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনশপথ নিলেন অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেঅভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন‘দেশের মানুষকে ডালভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি’আজ রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
Home >> রাজশাহী >> এসডব্লিউআইপি পরির্দশনে বিএমডিএ’র চেয়ারম্যান

এসডব্লিউআইপি পরির্দশনে বিএমডিএ’র চেয়ারম্যান

ধূমকেতু প্রতিবেদক : বরেন্দ্র বহুমুখী উন্নয়ণ কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পুকুর পুনঃখনন ও ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যম ক্ষুদ্র সেচ ব্যবহার (এসডব্লিউআইপি) পরির্দশন করেছেন বিএমডিএ এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

বুধবার (২৫ মে) এই প্রকল্পের আওতায় রাজশাহী পবা উপজেলার কসবা মৌজায় অবস্থিত খাস পুকুরের পুনঃখনন কাজ পরিদর্শন করেন তিনি।

এসময় (বিএমডিএ) এর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান সংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেভাবেই বাংলাদেশ কৃষি খাতকে এগিয়ে নিয়ে চলেছে বিশ্ব দরবারে। তার একক প্রচেষ্টায় আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়েছে। এমন কি খাদ্য উদ্বৃত্ত পরিণত হয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলে পানির সংকট নিরসনের জন্য পুকুর পুনঃখনন যে প্রকল্পটি গ্রহণ করেছে তা যুগ উপযোগী এবং বাস্তবমুখী একটি প্রকল্প। এ পুকুর পণ্য খননের ফলে মানুষ এখন জমিতে সেচ দেওয়ার জন্য ভূ-উপরিস্থ পানির ব্যবহার করতে আগ্রহ বাড়ছে এতে বরেন্দ্র অঞ্চলের পানির যে সংকট তা অনেকাংশে লাঘব হবে। এই পানি ব্যবহার করে স্বল্প সেচের মাধ্যমে যেসকল ফসল উৎপাদন করা যায় মানুষ তা সহজে পানি ব্যবহার করতে পারবেন।

এছাড়া পুকুর খননের ফলে পুকুরের চারপাশে বিভিন্ন ধরনের প্রজাতির ফলদ, বনজ ও ঔষধ গাছ রোপন করা হয়েছে যা আমাদের অক্সিজেনের ঘাটতি পূরণে অনেক সাহায্য করবে। পুকুর পুনঃ খননের বরেন্দ্র অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশাব্যক্ত করেন এবং প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তিনি।

এময় উপস্থিত ছিলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী শরীফুল হক, বিএমডিএর সচিব প্রকৌশলী ইকবাল হোসেন, পবা জোনের সহকারী প্রকৌশলী কামরুল আলম।

প্রকল্প পরিচালক প্রকৌশলী শরীফুল হক জানান, প্রকল্প এলাকাগুলো হলো- রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও বগুড়া জেলা। এর মধ্যে ৪৩টি উপজেলা রয়েছে। এই প্রকল্পে পুনঃখননের জন্য মোট ৭১৫টি খাস পুকুর আছে। তন্মম্যে ২০১৯-২০২০ অর্থবছরে ৪৫০টি পুকুর পুনঃখনন করা হয়েছে। (বিএমডিএ) এর চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এসময় উপকারভোগী কৃষক মজিদ মিয়া জানান, পুকুরগুলো দীর্ঘদিন খনন না করার কারণে পুকুরে পানি থাকতো না। এতে আশেপাশের জমি গুলো সঠিক সময়ে সেচ দিতে পারতাম না এর ফলে স্বল্প সেচের ফসল গুলো করতে অনেক ব্যয় হতো। কিন্তু পুকুর খননের ফলে এখন আমরা এই পানি দিয়ে স্বল্প সেচের ফসল করতে পারব এবং ব্যয় কম হবে যার ফলে অধিক মুনাফা পাবো আমরা।

উপকারভোগী আরেকজনকে কৃষাণী রানী বেগম বলেন, পুকুরে পানি না থাকার জন্য আমাদের অনেক সমস্যা হতো আমাদের গোসলের পানি, রান্নার পানি, হাঁস মুরগি পালন করতে পারতাম না। এই পুকুরটা খনন হওয়ার ফলে এখন আমরা সব কাজ এখান থেকেই পানি নিয়ে করতে পারব। যার ফলে আমাদেরকে কষ্ট করে আর দূর থেকে পানি নিয়ে আসতে হবে না। পুকুরটা খনন করাতে আমাদের অনেকেই উপকার হয়েছে।

জানা গেছে- ৭১৫টি খাস পুকুর, ১০টি দিঘী, ৮৫টি সোলার শক্তি চালিত এলএলপি, বৃক্ষরোপন ১ দশমিক ৫ লাখ এছাড়া ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ ৮০ কিলোমিটার। এছাড়া ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে কাজ সম্পন্ন হয়েছে- ৪৫০টি পুকুর, ৬টি দিঘী, ৫০টি সোলার শক্তি চালিত এলএলপি, বৃক্ষরোপন দশমিক ৭৫ লাখ, এছাড়া ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ ৫০ কিলোমিটার। অন্যদিকে, ২০২১-২২ অর্থবছরে ২০০টি পুকুর, ৩টি দিঘী, ২৫টি সোলার শক্তি চালিত এলএলপি, বৃক্ষরোপন ৩৭ হাজার ৫০০ টি। (ফলজ ও বনজ)।

উল্লেখ্য, বরেন্দ্র এলাকার বৃষ্টিপাত দেশের অন্যান্য স্থানের তুলনায় অনেক কম। সাম্প্রতিক সময়ে এর পরিমান  হ্রাস পেয়েছে। এছাড়া বৃষ্টিপাতা পূর্বের ন্যায় যথাসময়ে হচ্ছে না। সর্বোপরী সংস্কারের অভাবে নদী ও বিল গুলোর পানি ধারণ ক্ষমতা হারিয়ে যাওয়ায় কৃষিকাজ ক্রমান্বয়ে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর ফলে ভূ-গর্ভস্থ পানির স্তর দিনদিন নিচে নেমে যাচ্ছে। তাই ভূগর্ভস্থ পানির উত্তোলন ও ব্যবহার সীমিত করে পুকুর পুন:খনন ও সংস্কারের মাধ্যমে ভূপৃষ্টে পানির ব্যবহার বাড়ানের লক্ষ্যে পুকুর পুন:খননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যাতে করে শুস্ক মৌসুমসহ সারা বছরে সবসময় চাষবাদে পানি প্রাপ্তি নিশ্চিত করা যায়।  

এছাড়া বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন করে কৃষি কাজে সচল অবস্থার সৃষ্টিএবং শুকনো মৌসুমে পানির অভাবে পারিপার্শ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ সহ কৃষি উৎপাদন বৃদ্ধি করতে পুকুরের পুনঃখনন গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news