IMG-LOGO

শনিবার, ২০শে এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
Home >> রাজশাহী >> বাঘায় বইপ্রেমী পলান সরকারের স্মরণ সভা

বাঘায় বইপ্রেমী পলান সরকারের স্মরণ সভা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : একুশে পদকপ্রাপ্ত বইপ্রেমী পলান সরকারের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) উপজেলার বাউসা হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পলান সরকার পাঠাগারের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপচার্য আনন্দ কুমার সাহা।

বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক মেম্বরে ডিরেক্টর, নৌ কমান্ডো আজিজুল আলম, রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ও চলচ্চিত্র নির্মাতা আসাদ সরকার, সাবেক শিক্ষক আবু দাউদ, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান।

বাউসা হারুন-অর-রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনীসুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মাহবুব হাসান টুটোনের সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান আলোচক ছিলেন, দৈনিক প্রথম আলোর রাজশাহী প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।

আরও বক্তব্য রাখেন, পলান সরকার পাঠাগারের সাধারণ সম্পাদক হায়দার আলী, শিক্ষক শেফালী খাতুন, সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিশাত জেরিন।

এসময় উপস্থিত ছিলেন, পলান সরকার পাঠাগারের সভাপতি মোজাফ্ফর হোসেন, মান্নান শাহ্ তৌফিক আহম্মেদ, মশিউর রহমান, কুমারি পপি রানী, সেলিম হোসেন ইসছার আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কাপড়ের ঝোলাভর্তি বই নিয়ে গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে বই পড়তে দিতেন পলান সরকার। সপ্তাহ পর সেই বই ফেরত নিয়ে আবার নতুন বই দিতেন তিনি। অভিনব কায়দায় বই পড়ানোর আন্দোলনটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ পায়। পরিচিতি পান বই প্রেমী পলান সরকার হিসেবে। ২০১১ সালে সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করেন। ২০১৯ সালের ১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। ১৯২১ সালের ১ আগস্ট জন্ম গ্রহণ করেন। মরহুম পলান সরকারের বেড়ে উঠা উপজেলার বাউসা গ্রামে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news