ধূমকেতু প্রতিবেদক, রাবি : জন্ম থেকে গ্রোথ হরমোন (সোমাটোট্রপিন) জনিত জটিলতার কারণে বেড়ে উঠা হয়ে উঠেনি। উচ্চতা ৩ ফিট, দেহের ওজন মাত্র ২৮ কেজি । তবে বয়সের কোঠা পেড়িয়েছে ১৮।
এই শারীরিক গঠন নিয়ে সহপাঠী থেকে শুরু করে পাড়া-প্রতিবেশি ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে শুনতে হয়েছে অনেক কটু কথা। তবে এসবের কিছুই তাকে দমাতে পারেনি। কৃতিত্বের সাথে পেরিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি। এখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন তার চোখে।
কথা গুলো বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আঞ্চলিক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ”ঘ” ইউনিটে ভর্তি পরিক্ষা দিতে আসা সোহানুর রহমান সোহাগের।
তিনি নাটোর জেলার গুরুদাসপুর থানার ফজলুর রহমানের ছেলে। তার বাবা পেশায় একজন মুহুরী। দুই ভাই একবোনের মধ্যে সোহাগ দ্বিতীয়। সে গ্রামের স্কুল থেকে মাধ্যমিকে ৪.৮৮ পয়েন্ট ও নাটোর বিলচলন শহীদ শামজ্জোহা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে জিপি ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখছেন সে। ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন সোহাগ। ঢাবিতে চান্স না পেলেও রাবি ও জাবিতে পড়াশোনা করতে হবে এমনটাই ইচ্ছে তার।পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছেন সোহাগ।
গ্রোথ হরমোনের সমস্যার কারণে জন্মের পর থেকেই সোহাগ এমন আকৃতি। তার দেহ ছোট বালকের মতো। শরীর হালকা হওয়ায় ওজন মাত্র ২৮ কেজি। তার পরিবারে অন্য কোনো সদস্যের এমন সমস্যা নেই বলে জানিয়েছেন সোহান।
জানতে চাইলে সোহান বলেন, গ্রোথ হরমোন সমস্যার কারণে জন্ম থেকেই আমার এরকম শারীরিক গঠন। এ নিয়ে অনেকবার ডাক্তারও দেখিয়েছি। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ডাক্তাররা বলছে আমার গ্রোথ হরমনের সমস্যা। আমার শারীরিক আকার-আকৃতি এমনই থাকবে। আগে আরো শুকনা ছিলাম এখন বয়সের ছাপে একটু মোটা লাগছে আমাকে।
সোহান আরও বলেন, আশেপাশে মানুষ আমাকে নিয়ে অনেক কটু কথা বলে। মানুষের এমন কথায় আমি কান দেয় না। আমি আমার উদ্যম গতিতে এগিয়ে চলছি। আমার শারীরিক প্রতিবন্ধকতা যেনো আমার পরবর্তী জীবনের বাধা না সেই চেষ্টা করছি। এখন আমি স্বপ্ন দেখি আমি ঢাবিতে পড়বো এবং পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হবো। ঢাবির পরে রাবি ও জাবিতে ভর্তি পরীক্ষা দিবেন কথা জানান সে।