ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন স্তরের বন্ধকৃত ২৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করা হয়েছে।
জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও ছাত্র-ছাত্রীদের করোনা ভাইরাস থকে মুক্ত রাখতেই বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশে বন্ধ রাখা হয়।অবশেসে আল্লাহর রহমতে মহামারি করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসায় গত ১২ ই সেপ্টেম্বর থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পূনরায় খোলার জন্য সরকারিভাবে নির্দেশজারী করা হয়। সেই নির্দেশ মোতাবেক উপজেলার বিভিন্ন স্তরের ২৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে পুনরায় চালু করা হয়।
সংশ্লিষ্ট দপ্তর গুলোর সূত্রে জানা যায়, এ উপজেলায় ৯ টি কলেজ, ৪ টি ফাজিল মাদ্রাসা, ১ আলিম মাদ্রাসা, ২৬ টি দাখিল মাদ্রাসা, ৩৭ টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, ৪ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৫ টি কারিগরি কলেজ, ১৮৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্তরের মোট ২৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠান একযোগে খোলা হয়েছে। দীর্ঘ দিন পর বন্ধকৃত স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে দেয়ায় ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লখ্য করা গেছে।