ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদ ভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স জরিপে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ম স্থানে রয়েছে। এ তালিকায় দেশের শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নাম।
সম্প্রতি প্রকাশিত স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক ওয়েবমেট্রিক্সেে ১৯তম সংস্কারে এ তথ্য জানানো হয়েছে।
তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং ১৬৬৮, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং ১৮১৫,নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং ২০৫৬,রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং ২০৭৬, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং ২৪১৬,ব্রাক বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং ২৪২৭, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং ২৬৫৯ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ব র্যাংকিং ২৭৬২, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্ব র্যাংকিং ২৯০২।
এদিকে শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫টি সরকারি মেডিকেল কলেজ ও ১টি বিশ্ববিদ্যালয় স্থান হয়েছে।
তালিকার ৫১ তম স্থানে ঢাকা মেডিকেল কলেজ বিশ্ব র্যাংকিং ৬৬৮০, ৭১তম স্থানে চট্টগ্রাম মেডিকেল কলেজবিশ্ব র্যাংকিং ১০৬৫১, ৭৫ তম স্থানে ময়মনসিংহ মেডিকেল কলেজ বিশ্ব র্যাংকিং ১১৬৯৩, ৭৮ তম স্থানে রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ব র্যাংকিং ১২২৫৭, ৮০ তম স্থানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিশ্ব র্যাংকিং ১৩০৫৮, ৮২ তম স্থানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বিশ্ব র্যাংকিং ১৪২৯০,৯১ তম স্থানে রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ব র্যাংকিং ১৫৫৩০।
এদিকে, ওয়েবমেট্রিক্সে জানুয়ারি ২০২২ সংস্করণে এ বিশ্বসেরা তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়। বিশ্বের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯টিই মার্কিন যুক্তরাষ্ট্রের।
উল্লেখ্য, এই র্যাংকিং তৈরিতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতা, সাম্প্রদায়িক সন্নিবেশ অর্থাৎ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে ওয়েবমেট্রিক্স।
২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে।