ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন (বিএফইউজে) এর একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর মুক্তি দাবি ও আইসিটি আইনে গ্রেপ্তারের প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর অলোকার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সম্মিলিত পেশাজীবী পরিষদ রাজশাহী শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর রাজশাহী শাখার সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যড. পারভেজ টি জাহেদি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাীর সভাপতি এ্যাড. মাইনুল আহসান পান্না, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড. এসএম আব্দুর রাজ্জাক, শত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদি শিক্ষক ফোরাম নেতা প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাড. হোসেন আলী পিয়ারা।
এসময় উপস্থিত ছিলেন নারী নেত্রী এ্যাড রওশন আরা পপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাীর সাধারণ সম্পাদক এ্যাড. রইসুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অফিসার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসান হাবীব, এ্যাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা।
বক্তারা বলেন, রুহুল আমিন গাজী বাংলাদেশে পেশাজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে একজন সফল নেতা। তাঁকে আইসিটিএক্টের মতো একটি বিতর্কিত মামলায় গ্রেপ্তার ও জেলে রাখা আমরা কোনভাবেই মানতে চাইনা। তাঁকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় একিইসাথে অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে, তানাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে।