ধূমকেতু নিউজ ডেস্ক : ত্বকের যত্নে ময়েশ্চারাইজার করা দরকার সারা বছর। নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করলে ত্বক নরম ও সুন্দর থাকে। চলুন জেনে নিই কীভাবে ঘরেই তৈরি করা যায় ময়েশ্চাইজার।
১. ত্বকের যত্নে নারিকেল তেল খুবই উপকারী। ময়েশ্চারাইজার তৈরি করতে পরিমাণ মতো নারকেল তেল গরম করে নিন। কয়েকটা নিমপাতা বেটে নারকেল তেলের সঙ্গে মেশান। এবার তাতে দুই চা চামচ ল্যাভেন্ডার অয়েল ও পাঁচটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি ছেঁকে একটি বোতলে ঢেলে রাখুন। ব্যবহার করুন প্রয়োজন মতো।
২. ত্বকের যত্নে অ্যালোভেরার জেল ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে। কিন্তু ঘরে অ্যালোভেরার ময়েশ্চারাইজার বানিয়ে নিতে পারেন আপনিও। এর জন্য প্রথমেই অ্যালোভেরা পানিতে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হওয়ার পর দুই চা চামচ গ্লিসারিন, তিনটি ভিটামিন ই ক্যাপসুল মেশান। কয়েক ফোঁটা মধু ও তিন চামচ গোলাপজল দিয়ে ভালো করে নেড়ে ব্যবহার করুন।