ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে চলতি আন ধান কেটেই আগাম ভুট্টা চাষে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। অন্যান্য ফসলের তুলনায় কম খরচে অধিক লাভবান হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ভুট্টা চাষের ডিসেম্বর মাস বীজ বপনের উপযুক্ত সময় হলেও বাড়তি লাভের আশায় নভেম্বরের পথম থেকেই আগাম জাতের ভুট্টা চাষে মাঠে নেমে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা। বর্তমান কৃষকেরা জমি তৈরিসহ লাইন টেনে বীজ বপন ও জমির চারিদিকে বাঁশের বেড়া দিতে ব্যস্ত সময় পার করছেন।
সরেজমিনে উপজেলার নিজামগাতী, চকনুর, এরান্দহ, মথুরাপুর, গ্রামপাঙ্গাসী, শ্রীদাসগাতী ও হাটপাঙ্গাসীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা জমিতে লাইন টেনে ভুট্টার বীজ বপন করছেন। পুরুষের কাজে সহযোগিতাও করছেন গৃহিনীরাও।
উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের শ্রীদাসগাতী গ্রামের কৃষক গোলাম মোস্তফা জানান, গত বছর কাজের সন্ধানে ঢাকায় থাকার কারণে সময় মতো ভুট্টার চাষ করতে না পারলেও এবার আগে ভাগেই জমিতে ভুট্টার চাষ করছি। ভুট্টার খেতে তেমন রোগবালাই হয় না। আর তাছাড়া অন্যান্য ফসলের চাইতে সেচ ও সারও কম লাগে। বাজারে ভুট্টার চাহিদা থাকায় দামও বেশ ভালই পাওয়া যায় বলে জানান উপজেলার ভ্রম্যগাছা গ্রামের আরেক কৃষক হাফেজ নুরুল ইসলাম। কম খরচে চাহিদা অনুযায়ী লাভ পাওয়ায় ভুট্টা চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।