ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনের নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ শেষ হয়নি। নির্বাচনে ভোটগ্রহণের শেষ সময় ছিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষ হলেও, বেশ কয়েকটি কেন্দ্রে অবস্থানরত ভোটারদের ভোটগ্রহণ করতে দেখা গেছে। বিকেল সোয়া ৪টায় পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট কেন্দ্রের মধ্যে শতাধিক পুরুষ মহিলা ভোটারদের দীর্ঘ লাইন।
মুনজুরা বেগম, রুপালি খাতুনসহ আরও অনেকে জানান, বিকেল ৩টায় এসেও ৪টা পর্যন্ত ভোট দিতে পারেননি। গৌরীপাল জানান, ১২টায় এসে ভীড় দেখে চলে গিয়েছিলেন। পরে ৪টায় এসে লাইনে দাঁড়িয়েছেন।
জাহানারা নামের এক জন জানান, সিল মারা ভোটই ভালো ছিল। বিকেল ৫টায় বাঘা বাঘা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় শতাধিক নারী পুরুষের দীর্ঘ লাইন। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩০৫৬।
কেন্দ্রের ভিজাইটিং অফিসার ইমরান আলী জানান, ৫টা পর্যন্ত ২২০০ভোট কাষ্ট হয়েছে। তার মতে ভোট গ্রহণ শেষ হতে ৬টা বাজবে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারিত সময় শেষেও সন্ধ্যা ৬টার দিকেও কয়েকটি ভোটকেন্দ্র এলাকায় অবস্থানরত সব ভোটারের ভোটগ্রহণ করা হচ্ছে।
নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন সন্ধ্যা ৬টার দিকে সমকালকে এসব তথ্য জানিয়েছেন। এদিকে ফিঙ্গারপ্রিন্টের ছাপ না মিলাই অনেক ভোটাররা তাদের ভোট প্রয়োাগ করতে পারেননি।
বাঘা পৌর সভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন বলেন, ধীরগতির বিষয়টা হচ্ছে, এখানে একজন ভোটার তিনটা ব্যালটে ভোট দেন। তারা ভোট দেওয়ার আগে চিন্তা করতে সময় নেন। এছাড়া অনেকে এবারই প্রথমবার ইভিএমে ভোট দিচ্ছেন। এসব কারণে কিছুটা সময় লাগতে পারে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় শুাং হয় ভোট গ্রহণ। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৩১ হাজার ৬৬৯ ভোটার ইভিএমে তাঁদের ভোট দেবেন। নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ মোট ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৩৬জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থী ১৩ জন।
মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের শাহিনুর রহমান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্কাছ আলী (জগ), বিএনপির দলীয় প্রতীক বিহীন স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন (কম্পিউটার), জামায়াতের স্বতন্ত্র প্রার্থী সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম (নারিকেল গাছ), দলবিহীন স্বতন্ত্র প্রার্থী ইসরাফিল বিশ্বাস (মোবাইল ফোন)।