ধূমকেতু নিউজ ডেস্ক : আগামীকাল রবিবার থেকে শুরু আইপিএলের মেগা নিলাম। তবে নিলামের ঠিক আগমুহূর্তে কঠিন বিপদে পড়লেন ভারতের দুই ক্রিকেটার। সন্দেহজন বোলিং অ্যাকশনের কারণে মনীশ পান্ডে ও কর্নাটকের ক্রিকেটার সৃজিত কৃষ্ণনের ওপর বোলিং নিষেধাজ্ঞা দিয়েছে বিসিসিআই। তাদের বল করার অ্যাকশনে সমস্যা পেয়েছে সংস্থাটি। এরই মধ্যে সব দলকে এই তথ্য জানিয়ে চিঠিও দিযেছে বিসিসিআই।
মনীশ ও সৃজিত ছাড়াও বোর্ডের সন্দেহের তালিকায় আছেন আরও তিন ক্রিকেটার। তারা হলেন- দীপক হুদা, সৌরভ দুবে ও কেসি কারিয়াপ্পা। তবে তাদের ওপর এখনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আইপিএলের নিলামের মাত্র দু’দিন আগে এই ঘটনায় অনেকেই অবাক। এ কারণে দাম কমতে পারে এসব ক্রিকেটারের।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জেতার অভিজ্ঞতা আছে মনীশের। কেসি কারিয়াপ্পাও ছিলেন কলকাতার ফ্র্যাঞ্চাইজিটিতে। অন্যদিকে, দীপক খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ন্টসের হয়ে।
এদিকে, গতকাল শুক্রবারই ভারতীয় বোর্ড জানিয়েছে আইপিএল কবে শুরু হবে। তথ্য অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ শুরু হয়ে ২৫ মে’র ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। শুধু আগামী বছরেরই নয়, পরবর্তী দুই মৌসুমের আইপিএল কবে হবে, সেটিও ঠিক করে ফেলা হয়েছে। ২০২৬ আইপিএল শুরু হবে ১৫ মার্চ, শেষ হবে ৩১ মে আর ২০২৭ আইপিএল ১৪ মার্চ শুরু হয়ে শেষ হবে ৩০ মে।
আইপিএলে গত আসরের মতো ২০২৫ সালের আসরেও ম্যাচ হবে ৭৪টি। তবে ২০২৬ সালের আইপিএলে ম্যাচ সংখ্যা বেড়ে হবে ৮৪টি। আর ২০২৭ আসরে ম্যাচের সংখ্যা হবে ৯৪টি। তার মানে, আইপিএলের ফরম্যাটে নিশ্চিতভাবেই পরিবর্তন আসছে। আইপিএলের দিন ঘোষণা করে দেওয়ায় আন্তর্জাতিক সিরিজিগুলিও সেইভাবে রাখা যাবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew