ধূমকেতু নিউজ ডেস্ক : সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’কে আমরা অভিনন্দন জানাই। স্বাভাবিকভাবেই শুদ্ধাচারী জাতি নির্মাণে শুদ্ধাচারের চর্চা শুরু হতে হবে পরিবার থেকে। কারণ ব্যক্তির শুদ্ধাচার চর্চার লালনভূমি তার পরিবার। পরিবারে শুদ্ধাচারের চর্চা শুরু হলে তা ছড়িয়ে পড়বে চারপাশে, সমাজে। তার প্রভাব পড়বে জাতীয় জীবনে। ব্যক্তি, পরিবার এবং সমাজ শুদ্ধাচারী হলেই দুর্নীতি ও অনাচারমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। সম্পদের সুষম বণ্টন হবে। সাধারণ মানুষ ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি থেকে লাভবান হবে।
যে ২২ বিষয়ে সচেতনভাবে বিরত থাকবেন, তাহলো-
১. রূঢ় কণ্ঠে ও রাগান্বিত স্বরে আঙুল উঁচিয়ে কথা বলা।
২. কথা বলতে বলতে আঙুল ফোটানো, মাথা, ঘাড় বা কান চুলকানো।
৩. অকারণে নাক টানা বা কাশি দেয়া।
৪. চিৎকার করে কাঁদা, অট্টহাসি দেয়া।
৫. কটাক্ষ/বিদ্রুপ/ব্যঙ্গ করা বা পেছনে মন্তব্য করা।
৬. মুখভঙ্গি বিকৃত করা, গোঙানি বা অর্থহীন শব্দ করা, ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়া, শিস দেয়া। দাঁত দিয়ে নখ কাটা।
৭. কোনো শারীরিক কারণ ছাড়া কথা বলার সময় থুতু বেরিয়ে যাওয়া।
৮. নিজের কথা বেশি বলা, হামবড়া ভাব দেখানো।
৯. কারো ব্যাপারে অযৌক্তিক প্রশংসা বা তোষামোদ করা।
১০. বাচালতা, অযাচিত মন্তব্য/কোনোকিছু নিয়ে অশোভন রসিকতা করা।
১১. বাক্যের আগে বা পিছে গালি/অপ্রীতিকর শব্দ যোগ করা।
১২. ইংরেজিতে অশালীন শব্দ বলাকে স্মার্টনেস ভাবা।
১৩. মাতৃভূমি নিয়ে কটাক্ষ/হা-হুতাশ ও আফসোস করা/অন্য দেশের সাথে তুলনা করে হেয় করা।
১৪. তিন জন একত্রে থাকলে দুজনে কানে কানে কথা বলা বা ‘চোখ মারা’।
১৫. কথায় কথায় ‘হায় আল্লাহ/ও মাই গড/হায় ভগবান’ বলা।
১৬. কারো আঞ্চলিক ভাষা নিয়ে কৌতুক/বিদ্রুপ করা।
১৭. বংশ তুলে খোঁটা দেয়া/রসিকতা করা।
১৮. কথায় কথায় জোশ, মাইরি, wow, awesome, cause, like ফাটাফাটি অথবা বাংলা-ইংরেজি মিশিয়ে কোনো শব্দ ব্যবহার করা।
১৯. কাউকে আর্থিকভাবে সাহায্য করলে তা বার বার মনে করিয়ে দেয়া।
২০. কাউকে সরাসরি বেইমান/কাফের/মুনাফেক/মুরতাদ বলা।
২১. কেউ ভালো কথা বললে ‘এত ভালোমানুষি দেখাতে হবে না’-জাতীয় মন্তব্য করা।
২২. ব্যক্তিগত আলাপে বা জনসমক্ষে কাউকে ‘মোটা হয়ে গেছেন/শুকিয়ে গেছেন’, ‘বাচ্চা নেন না কেন/ আরেকটা বাচ্চা নিয়ে নেন’, ‘বিয়ে না করে কতদিন/আপনার নাকি আগে একবার বিয়ে হয়েছিল’-এ জাতীয় একান্ত ব্যক্তিগত প্রশ্ন ও মন্তব্য করা।