ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দায়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার এ উপলক্ষে মাদারীগঞ্জ অন্তরা সিনেমা হলে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সামসুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মেয়র আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এস,এম, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য, ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, মাস্টার আব্দুস সাত্তার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকুল মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শীতেন্দ্রনাথ প্রাং, আব্দুল আলিম, আমজাদ হোসেন, ইচাহাক আলী, ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক শাহাজাহান, ধর্ম বিষয়ক সম্পাদক আফসার আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান, বাদশা, আব্দুল মতিন, রাসেল রানা, আমজাদ হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং কৃষকলীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কোন অপশক্তি যেন বাঙ্গালীকে দাবিয়ে রাখতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আ’লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। জাতির জনককে সপরিবারে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি। বাংলাদেশ যতোদিন থাকবে মুজিবের ইতিহাস ততোদিন কেউ মুছে ফেলতে পারবেনা।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে খাবার বিতরণ করা হয়েছে।