ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ভরা মৌসুমেও কমছে না শীতকালীন সবজির দাম। বিক্রেতাদের কথা ছিলো শীত এলেই নিয়ন্ত্রণে আসবে বাজার। তবে চড়া দামের কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ক্রেতারা। গত বছর এই সময়ে সবজির দাম কিছুটা কম থাকলেও এবার একটু দাম বেশি হওয়ার কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। অনেকেই চেষ্টা করছেন ছোট ছোট কৃষির মাধ্যমে নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে।
বছরজুড়েই অধিকাংশ সবজির দাম ৫০ এর উপরে চড়া মূল্যে বিক্রি হয়। তবে শীতের এই মৌসুমে দাম কমবে এমনটাই আশা করেছিলেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি আগের চেয়ে অনেকটাই কমেছে সব ধরণের সবজির দাম। কাঙ্ক্ষিত উৎপাদন কম হওয়ায় আশানুরূপ দাম কমছে না।
অন্যদিকে ক্রেতারা বলছেন, বিগত বছরগুলোতে এমন সময় সবজির দাম ছিলো হাতের নাগালে সেইসাথে সর্বোত্তম মানের পাওয়া যেতো। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি প্রতি পিস বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকায়, ফুলকপি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে বেগুন প্রকার ভেদে ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ৫০ টাকা, গাঁজর ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ টাকা, মূলা ২০ থেকে ২৫ টাকা, শসা ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, নতুন আলু ৪০ টাকা, সিম ৫০ টাকা, মটরশুঁটি ৯০ থেকে ১০০ টাকা, মরিচ ১০০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়াও পিয়াজেঁর ফুলকা প্রতি আঁটি ১৫ থেকে ২০ টাকা, লাউ প্রতি পিস ৩০ থেকে ৪০ টাকা ও এক হালি লেবু বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।
উপজেলার হাটপাঙ্গাসী বাজারে আসা সবজি ক্রেতা আনোয়ার মাস্টার বলেন, দিনদিন সবজির দাম এত বৃদ্ধি পাচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দেখছি। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই।
উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের সবজি বিক্রেতা আবুল কালাম আজাদ জানান, বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে আমাদের। কম দামে বিক্রি করব কিভাবে? বিগত বছরগুলোতে উৎপাদন ছিলো অনেক, তাই দাম থাকত কম। কিন্তু এবার তেমন উৎপাদন নেই, সেই সাথে পাবনা, বগুড়া ও দূর্ঘাপুরের ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা করে সবজি কিনতে হচ্ছে। সেজন্য দাম একটু বেশি। আবার শহরে ভালো দাম হওয়ায় স্থানীয় বাজারগুলোতে পণ্য বিক্রি করতে কৃষকদের মাঝে অনীহা দেখা দিচ্ছে অনেকেই ছুটছেন আশপাশের বিভিন্ন শহর এলাকায়।
আরেক বিক্রেতা জানান, আমরা কমদামে শীতকালীন সবজি পেলে অবশ্যই কম দামেই বিক্রি করা হবে।