ধূমকেতু প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে জাতীয় যুব হকি প্রতিযোগিতার শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে চিনিকল মাঠে ৩ দিনব্যাপী আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা খেলার উদ্বোধন করেন, জয়পুরহাট জেলা প্রশাসক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি সাজেদ এ.এ আদেল, (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য টুর্ণামেন্ট কমিটির সেক্রেটারি খাজা তারেক লতিফ মুন্না।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান ও আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান কবির এপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলম লেবু, কোষাধ্যক্ষ মাসুদ রেজা প্রমুখ।
এ হকি প্রতিযোগিতায় খেলায় অংশ নিচ্ছেন, রাজশাহী বিভাগ, রাজশাহী জেলা, রাজশাহী শিক্ষা বোর্ড, নাটোর, নওগাঁ এবং জয়পুরহাট জেলা দল।
বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ও জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার প্রথম দিনের খেলায় রাজশাহী জেলা দল নওগাঁ জেলা দলকে ৬/০ গোলে হারান।