ধূমকেতু প্রতিবেদক, নাটোর : পানির অধিকার প্রতিষ্ঠায় নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শুরু হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ।
সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে দুই বিলিয়ন মানুষ নিরাপদ পানির সংকটে রয়েছেন। বাংলাদেশে বিশুদ্ধ পানি নিশ্চিত করার ক্ষেত্রে এগিয়ে গেলেও ভ‚গর্ভস্থ পানির উৎসকে সংরক্ষণ করতে হবে এবং ভ‚পৃষ্ঠের পানি ব্যবহার করতে হবে আমাদের। জীবনের উৎস পানিকে গৃহস্থালী বর্জ্যে পানির দুষণ না করে পানিকে পবিত্র রাখতে হবে। পানি ব্যবস্থাপনাকে কার্যকর করার মধ্য দিয়ে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ অর্জনে এগিয়ে যাবে বাংলাদেশ বলে আশা প্রকাশ করেন বক্তারা।
শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী সুবিধ কুমার মৈত্র, সমাজকর্মী মনিমুল হক, সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায়।
এসময় উপস্থিত ছিলেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট খগেন্দ্র নাথ রায়, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
এএলআরডি’র সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংগঠন ‘কসমস’ এর আয়োজনে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ‘কসমস’ এর নির্বাহী পরিচালক মেহেনাজ পারভীন মালা।