ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় বিদ্যুতায়িত হয়ে নলকূপ বসানো কাজে নিয়োজিত এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামের সাবের আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম চঞ্চল হোসেন মোল্লা (২৪)। তিনি উপজেলার গনেশপুর গ্রামের বাঙ্গালপাড়া গ্রামের খাদেম আলী মোল্লার ছেলে।
গৃহকর্তা সাবের আলী জানান, বাড়িতে নতুন নলকূপ বসানোর জন্য বাঙ্গালপাড়া গ্রাম থেকে তিনজন মিস্ত্রি ডেকে নেওয়া হয়। কাজ করার সময় অসাবধানবশত লোহার পাইপের মাথা বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মিস্ত্রি চঞ্চল মোল্লা।
মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বিদ্যুতায়িত হয়ে নলকূপ মিস্ত্রি চঞ্চল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।