ময়লা-আবর্জনায় ভরা রায়গঞ্জের হাটপাঙ্গাসী বাজার

ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ৮নং পাঙ্গাসী ইউনিয়নের হাটপাঙ্গাসী বাজার বৌ মার্কেট এলাকা এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। যার কারণে ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষেরা দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে।
এদিকে ময়লা-আবর্জনার স্তুপ অন্যত্রে ফাঁকে না ফেলে বৌ মার্কেটের সামনেই ফেলার কারণে পচে গন্ধ বের হচ্ছে। সেই সাথে বেড়েছে মশা-মাছির চরম উপদ্রব।
জনসাধারণের কষ্টের কথা বিবেচনা করে উপজেলার পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু এখানে নির্মাণ করেন একটি প্রসাব খানা। ময়লার কারণে বন্ধ হয়ে গেছে প্রসাব খানার ড্রেনের মুখ। ফলে দূষিত হচ্ছে পরিবেশ। তাছাড়া মসজিদের মুসল্লী, সাধারণ ক্রেতা ও বিক্রেতার মাঝে চরম ভোগান্তি বিরাজ করছে।
সচেতন ব্যাক্তিরা জানান, বাজারে ভাল মানের ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, হাট কমিটি ও ব্যাবসায়ীদের উদাসীনতার কারণে সৃষ্টি হচ্ছে ময়লার ভাগাড়। অচিরেই এসব ময়লা আবর্জনার স্তুপ সরানো ও সচেতন না হলে ঐতিহ্য হারাবে বাজারের এমনটিই মনে করছেন সচেতন ব্যাক্তিরা।