ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামের ৫ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা।
শনিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মিলন মন্ডলের মেয়ে সাদিয়া খাতুন (১১) বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, মায়ের কাছে ভাত খেতে চাই। বাড়িতে রান্না না হওয়া রান্না করে খেতে দেওয়ার কথা বলে। সজবি কাটতে পাশের বাড়িতে যায় । বাড়িতে কেউ না থাকায় সয়ন কক্ষে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মোহনপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এই বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, ‘এই বিষয়ে মোহনপুর থানায় একটি ইউডি মামলা হবে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।’