ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলায় ৫৫২ পিস কটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে আসামীকে তার নিজ বাড়ি থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ এর দিক নির্দেশনায় এস.আই. সিরাজের নেতৃত্বে পুলিশ সদস্যরা সন্ধ্যার পর মোহনপুর থানাধীন ধোপাঘাট গ্রামের পশ্চিমপাড়া মৃত কামরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বাটুল (৪০) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫৫২ পিচ কটসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় এলাকার সর্বস্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, ৫৫২ পিচ কটসহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।