ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জলবায়ু ও পানির নায্যতায় বরেন্দ্র অঞ্চলের তরুণদের নিয়ে ‘জলবায়ু কনসার্ট’ এর আয়োজন করে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস কলেজ (বারসিক)।
বুধবার (২ আগস্ট) বিকাল ৫ টায় নগরীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. বিধান চন্দ্র দাস, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এম এ মান্নান খান।
আরও উপস্থিত ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমান, বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলামসহ স্বচ্ছলতা এসোসিয়েশন ও অন্যান্য সামাজিক উন্নয়ন সংস্থার সদস্যবৃন্দ।